করোনা জয়ীদের নিয়ে ক্লাব গঠন প্রশাসনের

0
259

নিজস্ব সংবাদদাতা, পশ্চিমমেদিনীপুরঃ

করোনা জয়ীদের নিয়ে পশ্চিম মেদিনীপুরে ক্লাব গঠনের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। জেলা প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কতজন সদস্যকে নিয়ে এই ক্লাব গঠন করা হবে, তার রূপরেখাও তৈরি করা হয়েছে।ক্লাবের সদস্যদের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

ayush hospital | newsfront.co
নিজস্ব চিত্র

জেলার স্বাস্থ্য দফতরের ডেপুটি সিএমওএইচ-১ সৌম্যশঙ্কর ষাড়েঙ্গি বলেন, ‘পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করোনা জয়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে ৩০ জন করোনা জয়ীর তালিকা তৈরি করা হবে। এক সপ্তাহের মধ্যে ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হবে।’

corona recovered | newsfront.co
নিজস্ব চিত্র

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৩০ জন করোনা জয়ীদের নিয়ে জেলায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেখানে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা করোনা জয়ীদের প্রশিক্ষণ দেবেন। পরবর্তীকালে করোনা জয়ীরা নিজেদের ব্লকে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করবেন। তাঁদের সঙ্গে পুলিশ-প্রশাসন, ব্লক স্বাস্থ্যদফতরের কর্মীরা থাকবেন।

আরও পড়ুনঃ করোনা রোধে ধারাভির মডেলকে দৃষ্টান্ত হিসাবে উল্লেখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাইচন্দ্র মণ্ডল বলেন, ‘করোনা জয়ীদের নিয়ে ক্লাব গঠনের জন্য সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই এবার ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্লাবের সদস্যদের মাধ্যমে জেলাজুড়ে সচেতনতামূলক কাজ করা হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here