নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বুধবার সকালের দিকে রায়গঞ্জ সহ জেলার আকাশে হাল্কা মেঘ থাকলেও দুপুরের দিকে আকাশ ঘন মেঘে ঢেকে আসে। সঙ্গে শুরু হয় ঝোড়ো হাওয়ার দাপট। তবে সেই হাওয়ার দাপট বেশি সময় স্থায়ী হয়নি। দু-এক বার ঝিরঝিরে বৃষ্টি শুরু হলেও একটু পরেই তা থেমে যায়।
আমপানের দাপট এই জেলায় পড়তে পারে, সেরকম পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। লকডাউনের কারণে রায়গঞ্জ সহ শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা বললেই চলে। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় লোকজনের দেখা নেই।
আরও পড়ুনঃ আমপান মোকাবিলায় পশ্চিম মেদিনীপুরে ৭৮৫টি ত্রাণ শিবির
এদিকে, দুপুরে আকাশ কালো মেঘে ঢেকে যায়। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, আপাতকালীন ব্যবস্থার মোকাবিলায় সব ব্যবস্থা করা রয়েছে। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে দপ্তর যথেষ্ট সজাগ রয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584