মুখ্যমন্ত্রীর ঘোষণায় বাড়ল রেশন কার্ড সংশোধনের সময়সীমা

0
129

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

নতুন ডিজিটাল রেশন কার্ড তৈরি ও রেশন কার্ডে ভুল সংশোধনের জন্য সময়সীমা বাড়ল। ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নতুন করে সময়সীমার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক মাস বাড়ানো হল সময়সীমা।

CM announced extended ration card amendment deadline | newsfront.co
নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় প্রশাসনিক বৈঠক থেকে নতুন ডিজিটাল রেশন কার্ড তৈরি ও রেশন কার্ডে ভুল সংশোধনের জন্য বর্ধিত সময়সীমার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ বাংলার মানুষ বিজেপিকে পাটকেল ছুঁড়তে পারবে, বীরভূমে সিদ্দিকুল্লা

ডেবরার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী খাদ্য দফতরের আমলাদের নির্দেশ দেন, তিন রঙের রেশন কার্ড প্রস্তুত করতে হবে। প্রথম ক্যাটাগরি- যাঁরা দুটাকা কিলো দরে চাল পান। দ্বিতীয় ক্যাটেগরি- যাঁরা অর্ধেক দামে চাল পান। এবং তৃতীয়- যাঁরা রেশন কার্ডকে পরিচয় পত্র হিসেবে ব্যবহার করেন। কিন্তু রেশন নেন না। তাঁদের জন্য হবে আলাদা রঙের কার্ড।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here