বহরমপুরে ছাত্রী হত্যার ঘটনায় রোকেয়া নারী উন্নয়ন সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা

0
107

রঙ্গিলা খাতুন, বহরমপুর

গত ২ রা মে বহরমপুর গার্লস  কলেজের ছাত্রী সুতপা চৌধুরী  কে জনসমক্ষে  রাস্তায় খুন করার মতো  পৈশাচিকতার বিরুদ্ধে  ৭ মে রোকেয়া  নারী  উন্নয়ন  সমিতির উদ্যোগে  প্রতিবাদ পদযাত্রার পর প্রতিবাদ  পথসভা অনুষ্ঠিত হয়। নারী  সহ সমাজের সর্বস্তরের  মানুষের  নিরাপত্তার দাবী নিয়ে   প্রথমে  বহরমপুর টেক্সটটাইল মোড়ে  ধিক্কার  সভা  করা  হয়। ধিক্কার  সভায়  বক্তব্য  রাখেন মেডিসিন  বিশেষজ্ঞ  ডাক্তার  অরিন্দম  চক্রবর্তী , গার্লস  কলেজের  অধ্যাপিকা নুপুর  লাহিড়ী , সমিতির কার্যকরী সভাপতি  প্রাক্তন  শিক্ষক  সোমনাথ  চক্রবর্তী , সমিতির নির্যাতিতা নারী  হীরা  খাতুন।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলো রানীনগর থানার পুলিশ

প্রতিবাদ পদযাত্রা শুরু  হওয়ার  কিছুক্ষণের  মধ্যে  বৃষ্টি  শুরু  হয়। সে কারণে কিছুক্ষণ অপেক্ষার পরে   পুনরায়  পদযাত্রা করে  মোহন  হাউসের মোড়ে  পথসভা অনুষ্ঠিত হয়। দোষীর দৃষ্টান্তমৃলক শান্তি , অপরাধমূলক কার্যকলাপকে ধিক্কার  ও সকলের নিরাপত্তা কে সুনিশ্চিত করার দাবিতে  সোচ্চার হোন।  বক্তব্য  রাখেন  বহরমপুর গার্লস  কলেজের  অধ্যাপক  খইবর আলী  মিয়া , ডাক্তার  আলী  হাসান , সভাপতি  কাবেরী বিশ্বাস ,  গার্লস  কলেজের  প্রাক্তন  অধ্যাপিকা  স্মৃতি  রেখা রায় চৌধুরী ,  শিক্ষিকা  সোনালী  গুপ্ত, প্রাক্তন  শিক্ষিকা  উত্তরা প্রামানিক, প্রধান  শিক্ষিকা  শিল্পী  সেন,  লেখক  চন্দ্রপ্রকাশ সরকার  প্রমূখ।নারী নির্যাতনের  বিরুদ্ধে  স্বরচিত কবিতা  পাঠ করেন প্রবীণ  কবি  বিনয় মুখার্জী। উপস্থিত  ছিলেন  ডাক্তার , অধ্যাপক , শিক্ষক , কবি , শিল্পী , ছাত্র ছাত্রী ,সাধারন মানুষ  ও কিছু  নির্যাতিতা নারীরা ।  প্রত্যেকের  আলোচনায় উঠে  আসে  অন্যায়ের  বিরুদ্ধে  শক্তিশালী  জোটবদ্ধ আন্দোলনের কথা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here