প্রমাণ হলে আসন প্রত্যাহার,নাহলে কান ধরে ওঠবস বাঁকুড়ায় মোদীকে চ্যালেঞ্জ মমতার

0
147

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

CM challenged to modi
নিজস্ব চিত্র

ষষ্ঠ দফা নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার তুঙ্গে তুলতে আজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে বাঁকুড়ার তামলিবাঁধ ময়দানে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

CM challenged to modi
নিজস্ব চিত্র

আজকের জনসভা থেকে তিনি নরেন্দ্র মোদীকে এক হাত নিয়ে বলেন,যিনি ভারতের প্রধানমন্ত্রী তিনি কি বাঁকুড়ার মাটি চেনেন,না পুরুলিয়ার মাটি চেনেন?তিনি কি জানেন বাঁকুড়ার ছেলে মেয়েরা মাষ্টার হয়, ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়। প্রধানমন্ত্রী আগে হাফপ্যান্ট পরে ঘুরে আরএসএস করতেন আর এখন তিনি এক্সপারি প্রধানমন্ত্রী হয়ে গেছেন।

CM challenged to modi
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী বাঁকুড়ায় সভা করতে এসে বলেছেন তৃণমূলের প্রার্থীরা নাকি কয়লা মাফিয়া হয়ে গেছেন সেটা যদি প্রধানমন্ত্রী প্রমাণ করতে পারে তাহলে আমাদের তৃণমূল কংগ্রেসের যে ৪২টি আসনের প্রার্থী দিয়েছি সেই প্রার্থী প্রত্যাহার করে নেব।

একই সাথে তিনি বলেন,যদি এই তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে জনগণের সামনে প্রধানমন্ত্রীকে কান ধরে উঠবস করতে হবে একশোবার।

তিনি আরও বলেন,তার কাছে একটি পেনড্রাইভ আছে যা বাজারে ছেড়ে দিলে যেখানে মানুষ দেখতে পাবেন যে বিজেপি গরু পাচার,কয়লা পাচার থেকে আরম্ভ করে অনেক তথ্য সেখানে উঠে আসবে। তিনি আরো বলেন সেই পেনড্রাইভ এর মধ্যে বিজেপির সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রীরা কিভাবে গরু পাচার করছে সে বিষয়ে প্রকাশ্যে জানা যাবে।

CM challenged to modi
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী বলেন ভোটের আগে কি করবেন শুধুমাত্র পুলিশ সুপার চেঞ্জ করবেন কিংবা জেলাশাসককে চেঞ্জ করবেন আর কেন্দ্রীয় বাহিনী দ্বারা বিজেপিকে ভোট দেওয়া করাবেন।কিন্তু সর্বশেষে পশ্চিমবঙ্গ পুলিশে থাকবে আর কোন কেন্দ্রীয় বাহিনীকে খুঁজে পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী উত্তর প্রদেশ ঝাড়খণ্ডের হারা আসনগুলো বাংলায় এসে জিতে নিতে চাইছেন কিন্তু সেটা কোনদিনই সম্ভব নয়।

আরও পড়ুনঃ অবশেষে সুপ্রিমকোর্টেও খারিজ তেজ বাহাদুরের আবেদন

তবে এদিন কড়া ভাষাতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন,পশ্চিমবঙ্গের বর্ডার থেকে তাড়া করে পাশের হারা ঝাড়খণ্ড রাজ্যে ঢুকিয়ে দিয়ে আসব।বাঁকুড়া জনসভা শেষে পুরুলিয়ায় রওনা দেন মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here