নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
কয়েক মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছিল তাতে গোটা এলাকায় আতঙ্কের ছায়া পড়েছিল।এই সব চুরির ঘটনা ও ডাকাতির ঘটনার কিনারা খুঁজে পেল পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার পুলিশ।বৃহস্পতিবার রাতে বাড়গাসিপুর এলাকা থেকে শেখ মনিরুল ইসলাম(২৫) নামে একজনকে গ্রেপ্তার করল ভবানীপুর থানার পুলিশ।
আরও পড়ুন: কার্যালয়ের দখল নিয়ে গোষ্ঠী সংঘর্ষে আহত ৬
এই মনিরুলের বাড়ি ভবানীপুর থানা এলাকার মোহনপুরে,পুলিশ সূত্রে জানা গেছে গত জানুয়ারি মাসে মোহরপুর এক স্কুলে চুরির ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে মহিষাদল এলাকা থেকে তিন দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছিল।সেই ঘটনার সঙ্গেই মনিরুলের যোগ ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে,এছাড়াও এই মনিরুলের নামে একাধিক চুরি ও ডাকাতির ঘটনার অভিযোগ জমা পড়েছিল বিভিন্ন থানায়,শুক্রবার হলদিয়া মহকুমা আদালতে এ মনিরুলকে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584