মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ
সৌরভ গাঙ্গুলী, বাংলার মহারাজা। তার মুকুটে এবার নতুন পালক। নির্বাচিত হলেন বিসিসিআই সভাপতি পদে।
আর নাম ঘোষণার পরেই মহারাজাকে টুইটারে অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। টুইট করে প্রাক্তন ভারত অধিনায়কের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
Heartiest congratulations to @SGanguly99 for being unanimously elected @BCCI President. Wish you all the best for your term. You have made India and #Bangla proud. We were proud of your tenure as CAB President. Looking forward to a great new innings.
— Mamata Banerjee (@MamataOfficial) October 14, 2019
সোমবার ছিলো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু হবেনা কোনো নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন সৌরভ গাঙ্গুলী। এ প্রসঙ্গে মমতা ব্যানার্জী টুইটারে জানান, “বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি হওয়ার জন্য সৌরভ গাঙ্গুলিকে আন্তরিক অভিনন্দন। আপনাকে অনেক শুভেচ্ছা।
আরও পড়ুনঃ শুধুই মাল্যদান, অবহেলিত স্বাধীনতা সংগ্রামীর স্মৃতি বিজড়িত বাড়ি
আপনি ভারত ও বাংলাকে গর্বিত করেছেন। সিএবি সভাপতি থাকাকালীন আপনি ভারত ও বাংলাকে গর্বিত করেছেন। সিএবি সভাপতি থাকাকালীন আপনার কার্যকাল নিয়ে আমরা গর্বিত। এক নতুন ইনিংসের দিকে আমরা তাকিয়ে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584