নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
বাঁকুড়ার পাত্রসায়রের কাকরডাঙ্গার কুচিবনে দীলিপ ঘোষের জনসভা।কেন দিদিমনি হঠাৎ দিল্লি গেলেন এখনতো দুর্গা পুজোর উদ্বোধন করার কথা দুর্গাপূজার উদ্বোধন শুরু করবেন । উনি তো পিতৃ পক্ষের থেকে দুর্গাপূজা উদ্বোধন শুরু করে দেন । কি ব্যাপার অনেক সমস্যা , খুব মুশকিল সিবিআই যেভাবে ঘুরতে আরম্ভ করেছে ।
রোজ চিঠি আসছে যে নেতার কাছে চিঠি আসছে সেই নেতাই শুকিয়ে যাচ্ছে । বিপি বেড়ে যাচ্ছে সুগার বেড়ে যাচ্ছে , একজনের শরির শুকিয়ে গেছে একজনের চায়ের দোকানে দেখা হল কিগো শরীর শুকিয়ে যাচ্ছে , শুকনো শুকনো লাগছে । কি ব্যপার সিবিআই চিঠি দিয়েছে । সিবিআইয়ের প্রেমপত্র যে পাচ্ছে তারই বিপি সুগার বেড়ে যাচ্ছে । ডাক্তারের গুলি খেয়েও কিছু হচ্ছে না । কারন সিবিআই ভয়ঙ্কর জিনিস যারা দেশের প্রাক্তন অর্থমন্ত্রীকেও ঢোকাতে পারে । যাদের দিল্লির নেতাদের পর্যন্ত হাত যেতে পারে তাদের কালিঘাট পর্যন্ত আসতে কতক্ষন । সেই ভয়েতে খাওয়া দাওয়া ঘুম উঠে গেছে বাবা বাঁচাও সাধুবাবা। তাই দিল্লি চলো । যখন প্রধানমন্ত্রী ডাকছিল আসুন দিদি বসে ঠিক করি , তখন তার সময় থাকেনা ।
আরও পড়ুনঃ রাজ্যপালের গাড়িতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাবুল
তখন তিনি বলেছেন আমি মোদীকে প্রধানমন্ত্রী মানি না । তখন বলেছে মোদীজি চোর, অমিত শাহ গুণ্ডা ওদের সাথে মিটিং করব না । এখন হঠাৎ এত সুবুদ্ধি কেন , ঠেলার নাম বাবাজি । আমরা তো আঠারোটা ঘা দিয়েছি কিন্তু সিবিআই ধরলে কটা হবে কেউ জানে না। তাই তার সেই আঁচলের ছেলেটা সেই রাজীব কুমার কোলে করে নিয়ে ঘুরতেন তাকে বাঁচাবার জন্য তার বাড়িতে থলে গিয়েছিলেন , ধর্ণা দিয়েছিলেন , এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না । হারিয়ে গেছে । তাই দিদিমনি খালি হাতে দিল্লি যাননি । মিষ্টি নিয়ে গেছে । তাই বলছে চলুন কলকাতায় দুর্গাপুজো দেখে আসবেন । সময় আসছে সব বুঝে যাবেন ডালমে কালা হে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584