শ্যামল রায় বর্ধমান:
সোমবার রিমোট কন্ট্রোলের মাধ্যম দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার অনাময় হাসপাতালে কেয়ার সেন্টারের উদ্বোধন করলেন। এদিন দক্ষিণ 24 পরগনার কইলাম থেকে আনুষ্ঠানিকভাবে এই ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ফলক উন্মোচন করেন বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ সুকুমার বসাক। জানা গিয়েছে যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে ছয় কোটি টাকা ব্যয়ে এই ট্রমা কেয়ার সেন্টারটি তৈরি হয়েছে। এই ট্রমা সেন্টারের অধীন থাকবে দশ জন বিশেষজ্ঞ ডাক্তার যেখানে তিনটি বিভাগ থাকবে সার্জারি এ্যানেসথেসিয়া অর্থোপেডিক।
আগামীদিন লেভেল অন হাসপাতালে পরিগণিত হবে অনাময় হাসপাতাল এমনটাই জানিয়ে দেয়া হয়েছে এদিন। আগামী দিনপোটেবল ভেন্টিলেটার এবং সি এক্সরে ডিজিটাল মেশিন বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান মেডিকেল কলেজের ডেপুটি সুপার অমিতাভ সাহা সুপার উৎপল দা অনেকে।
জানা গিয়েছে যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চললিশজন করে ট্রমা আক্রান্ত রোগীরা ভর্তি হন। তাই হাসপাতালের চাপ থাকে এদিন নয়জন সময় আক্রান্ত রোগীদের অনাময় হাসপাতালে নিয়ে আসা হয়
এর ফলে সময় আক্রান্ত রোগীর ভালো চিকিৎসা হবে বলেই জানিয়ে দিলেন হাসপাতালের চিকিৎসকরা।।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584