পূর্ণ হল মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি

0
54

সুদীপ পাল,বর্ধমানঃ

বর্ধমানের আলিশা দাসপাড়া, রাতারাতি সব সরকারি সুবিধা মিলছে এখানে। গত সোমবার বর্ধমানে প্রশাসনিক সভার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরের আলিশা দাসপাড়ায় গিয়েছিলেন। সেদিন শম্ভু রুইদাসের বাড়ির দাওয়াতে বসে চা-পানের সময়ই খোঁজ নেন সব সরকারি সুবিধা বাসিন্দারা লাভ করেন কিনা। তখনই গ্রামের কয়েকজন মহিলা বাংলা আবাস যোজনায় বাড়়ি, প্রতিপালনের জন্য ছাগল, হাঁস চেয়ে বসেন মুখ্যমন্ত্রীর কাছে।

CM Keep her promise | newsfront.co
প্রতিশ্রুতি রক্ষা।নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রীর সেদিনের সঙ্গী রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই তিনি দাস পাড়ার মোট ১২টি পরিবারের হাতেই এই সরকারী সহায়তা তুলে দিলেন।

আরও পড়ুনঃ টালির চালার স্কুল পাকা করতে জেলাশাসকের দরবারে

দাসপাড়াই নয়, আশপাশের পাড়াগুলিতেও যাঁরা ছাগল ও হাঁস-মুরগী পালনে আগ্রহ দেখাবেন তাঁদের হাতেও তা তুলে দেওয়া হবে বলে তিনি জানান। ১০টি পরিবারের হাতে তুলে দিলেন একটি করে ছাগল এবং পরিবার পিছু ৫ টি করে হাঁস ও মুরগী তুলে দেওয়া হয়। বাকি দুটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় শুধু হাঁস ও মুরগী।

জেলাশাসক বিজয় ভারতী, সভাধিপতি শম্পা ধাড়া প্রমুখরা উপস্থিত ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here