রাজ্যে আগামীকাল থেকে ৪ লক্ষ টিকাকরণ, বাচ্চার মায়েদের অগ্রাধিকারঃ মুখ্যমন্ত্রী

0
77

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজ্যে কোভিডের দ্বিতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাই এবার সংক্রমণের তৃতীয় ঢেউ রুখতে আগেভাগে তৈরি থাকছে রাজ্য সরকার। বিশেষত নজর দেওয়া হচ্ছে শিশু ও প্রসূতি মহিলাদের ওপর।

mamata banerjee | newsfront.co
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বুধবার নবান্নে রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ভ্যাকসিনের ২ কোটি ডোজ দিয়েছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত ৩৩ লক্ষ সুপার স্প্রেডারকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।’ তৃতীয় ঢেউ মোকাবিলায় সুপার স্প্রেডারদের টিকাকরণে জোর দিচ্ছে সরকার। এই প্রসঙ্গে তিনি আরও জানান, ‘কেন্দ্র থেকে ৩ কোটি ভ্যাকসিন চেয়েছিলাম, কিন্তু তা পাইনি। ৩ কোটি ভ্যাকসিন পেলে আমরা ২ কোটি নিতাম, বাকি ১ কোটি ভ্যাকসিন বেসরকারি ক্ষেত্রে দেওয়া যেত।’

আরও পড়ুনঃ রাজ্যে ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স, ফলাফল ১৪ অগাস্টের মধ্যে

আজ সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী ঘোষণা করেন, ‘আগামীকাল থেকে রাজ্যে ৪ লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া সদ্যজাত থেকে ১২ বছর পর্যন্ত শিশুদের সংক্রমণ ঠেকাতে মায়েদের টিকাকরণে অগ্রাধিকার দেবে রাজ্য।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে নারদ মামলার পরবর্তী শুনানি ২৫ শে জুন

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে সংক্রমণের হার অনেকটাই কমেছে। অনেক জেলাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ১০০-র নীচে। পজিটিভিটি রেট কমে ৩.৬১ শতাংশ। তাছাড়া যেসব এলাকায় সংক্রমণ বেশি তার ওপর বিচার করে ২৫১টি কনটেনমেন্ট জোন করা হয়েছে।” অতিমারির তৃতীয় ঢেউ রুখতে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে রাজ্য সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here