সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে নারদ মামলার পরবর্তী শুনানি ২৫ শে জুন

0
44

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

নারদ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই মামলার শুনানি হওয়ার কথা। সেই শুনানির বেঞ্চ থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি অনিরুদ্ধ বসু।

supreme court | newsfront.co
সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় বিচারপতি বিনীত সরণ এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে নিয়ে গঠিত হয় নতুন বেঞ্চ। শুনানি শুরু হতেই বিচারপতিরা জানায়, নতুন বেঞ্চ এই মামলা সম্পর্কে জ্ঞাত নয়। তাই এই মামলার শুনানি আগামীকাল অর্থাৎ বুধবার হওয়ার কথা জানান বিচারপতি বিনীত সরণ।

সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীর আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, ‘‘বুধবার কলকাতা হাইকোর্টে নারদ মামলার শুনানি রয়েছে। তাই শুক্রবার পর্যন্ত যাতে হাইকোর্টে শুনানি না হয় সেই নির্দেশ দেওয়া হোক।’’ এরপর সিবিআইয়ের আইনজীবী ও সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘‘আমি একমত নই। হাইকোর্টে নারদ মামলার শুনানি মধ্য পর্যায়ে রয়েছে। দু’পক্ষের সওয়ালও শেষ হয়েছে। এই অবস্থায় হাইকোর্টে মামলার শুনানি স্থগিত রাখা উচিত নয়।’’

আরও পড়ুনঃ বাংলাকে ভাগ করার দাবিতে সৌমিত্র খাঁ এবং জন বার্লার বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূলের

এই নিয়ে দুইপক্ষের মধ্যে বচসা শুরু হলে বিচারপতি বিনীত সরণ বলেন, ‘এরম চলতে থাকলে মামলা ১৫ দিনের জন্য পিছিয়ে দেওয়া হবে।’ অবশেষে দুই বিচারপতির বেঞ্চ জানায়, আগামী ২৫ শে জুন, শুক্রবার নারদ মামলার পরবর্তী শুনানি হবে।

উল্লেখ্য, গত ১৭ মে নারদ মামলায় গ্রেফতার হন রাজ্যের ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রী। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা, ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। গত ২১ মে থেকে সেই মামলা অন্যত্র সরানো নিয়ে শুনানি চলে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে।

আরও পড়ুনঃ লোকসভার স্পিকারের কাছে নুসরতের সাংসদ পদ খারিজের দাবি বিজেপি সাংসদের

শুনানির সময় মুখ্যমন্ত্রীর হয়ে হলফনামা জমার দেওয়ার আবেদন জানান তার আইনজীবী রাকেশ দ্বিবেদী। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। নারদ মামলায় হলফনামা জমা দেওয়া নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here