নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এবার পশ্চিমবঙ্গের সাংবাদিকদের করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে স্বাস্থ্য কর্মী ও পুলিশরা এই স্বীকৃতি পেয়েছে।
আজ দলের নবনির্বাচিত বিধায়কদের দেখা করার আগে সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে রাজ্যের এই কোভিড পরিস্থিতির মাঝে অন্যান্যদের মত সাংবাদিকরাও প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তার মধ্যে মৃত্যুও হয়েছে অনেকের। তিনি জানান,’সাংবাদিকদেরও আমরা করোনা যোদ্ধা হিসেবে ঘোষণা করছি।’
আরও পড়ুনঃ নন্দীগ্রামে গণনায় কারচুপির অভিযোগ মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই এখন তাঁর মূল লক্ষ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিজয় উৎসব করা যাবে বলেও তিনি জানান।উল্লেখ্য এর আগে মধ্যপ্রদেশ সরকার সাংবাদিকদের করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584