অমিত শাহের সফরের আগে চমক মুখ্যমন্ত্রীর, মতুয়া উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ ১০ কোটি

0
104

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আগামী বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে মতুয়া ভোট। সিএএ-এনআরসি ইস্যু নিয়ে সারা দেশে আগুন জ্বলার পর এবার মতুয়া সম্প্রদায়ের মন পেতে তাদের বাড়ি যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার আগেই বড়সড় চমক দিলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

বুধবার বিকেলে নবান্ন থেকে মতুয়াদের উন্নয়ন পর্ষদ তৈরির কথা ঘোষণা করেন তিনি। বরাদ্দ করেন ১০ কোটি টাকা। এরপরই নাম না করে অমিত শাহের বাংলা সফরকে আক্রমণ করে তিনি বলেন, “এখন নতুন অনেকে এসেছেন। আমি বহুদিন ধরেই মতুয়াদের সঙ্গে রয়েছি। পাশে রয়েছি। বড়মার চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে নিয়মিত যোগ ছিল। সেখান থেকেই মমতাবালা ঠাকুরের সঙ্গে পরিচয়।”

এছাড়াও ডোকরা ও ছৌ শিল্পীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হচ্ছে বলেও জানালেন তিনি। বললেন, “ওই কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা মিলবে।” কর্মসংস্থানের লক্ষ্যে ২ লক্ষ মানুষকে বাইকের জন্য ঋণ প্রদানের কথা চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ কথা রাখেননি মন্ত্রী, চাকরি না পেয়ে অনশনের পথে ভেটেনারি ফার্মাসিস্টরা

বুধবার নবান্নে তপশিলি, বাগদি, বাউরি, মতুয়া-সহ বেশ কিছু মানুষের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নদিয়ার মতুয়া গোষ্ঠীর আবেদন অনুযায়ী ২ টি অ্যাম্বুল্যান্স দেন। তপশিলি উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ করেন ৫ কোটি টাকা।

আরও পড়ুনঃ তমলুকে জেলা কমিটি গঠনে শুভেন্দু প্রসঙ্গে জল ঢাললেন শিশির

এছাড়াও তপশিলি, বাগদি, বাউরি-সহ বিভিন্ন সম্প্রদায়ের উদ্বাস্তু বেশ কিছু মানুষের হাতে জমির পাট্টা তুলে দেন। আরও ১.২৫ লক্ষ মানুষের হাতে ভাগে ভাগে পাট্টা তুলে দেওয়া হবে বলে জানান তিনি।

কাস্ট সার্টিফিকেট সমস্যার সমাধানে তিনি বলেন, এবার থেকে পরিবারের যে কোনও একজনের কাস্ট সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে। মাত্র ২ থেকে ৪ সপ্তাহের মধ্যেই সার্টিফিকেট মিলবে বলে আশ্বাস দেন। এছাড়া পুরুলিয়ার ছৌ শিল্পীদের জন্য একটি কমিউনিটি হল গড়ে দেওয়ারও আশ্বাস দেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here