নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
অবশেষে ফালাকাটাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়িতে একটি সভা থেকে ফালাকাটাকে পুরসভা করার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই ভীষণ খুশি ফালাকাটাবাসী।
উল্লেখ্য, বাম আমল থেকেই ফালাকাটাকে পুরসভা করার দাবি উঠেছিল। দীর্ঘ টালবাহানার পরও তা পূরণ হয়নি। তৃণমূল সরকার ক্ষমতায় এলে ফের ফালাকাটাবাসী আশায় বুক বাঁধে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিয়ে আসলেও পুরসভা ঘোষণা হয়নি। এই সরকারের আমলেও প্রশাসনিকভাবে ফালাকাটাকে পুরসভা করার প্রক্রিয়া দীর্ঘদিনের।
আরও পড়ুনঃ কোচবিহারে নব-নির্মিত মেডিক্যাল কলেজের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
আলিপুরদুয়ারকে পৃথক জেলা ঘোষণার পর ফালাকাটার মানুষ আশায় ছিলেন যে ফালাকাটাকে পুরসভা করা হবে। এটাকে ইস্যু করে বিরোধীরা প্রচার চালাতে শুরু করে। ফলে ফালাকাটা শহরের ভোট ব্যাঙ্কে অনেকটা পিছিয়ে পড়ে শাসক দল।
আরও পড়ুনঃ মার্চের শেষেই কলকাতায় পুরভোট করার ইচ্ছা রাজ্য সরকারের
এই প্রসঙ্গে ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ রায় বলেন, “ফালাকাটাবাসীর দীর্ঘদিনের এই দাবি পূরণ হতে চলেছে, মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন, বিরোধীরা মিথ্যা ও ভাওতা দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। মানুষ এই ঘোষণায় খুশি। মানুষ আমাদের সঙ্গে আছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584