নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সংক্রমণ রুখতে রাজ্যে ১৫ জুন পর্যন্ত কার্যত লকডাউনের বিধিনিষেধ জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল শেষ হচ্ছে সেই সময়সীমা। আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কিছু ছাড় দিয়ে আগামী ১ জুলাই পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ। যদিও রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান নিম্নমুখী।
রাজ্যে ১ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধের সময়সীমা। তবে কিছু ক্ষেত্রে মিলেছে ছাড়। আজ নবান্ন থেকে মুখ্যসচিব জানান, সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ২৫ শতাংশ কর্মী নিয়ে খোলা যেতে পারে বেসরকারি অফিস। ৫০ শতাংশ আসন নিয়ে দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা যাবে হোটেল বা রেস্তোরাঁ। ৫০ জন কলাকুশলী নিয়ে শুটিংয়ে অনুমতি, তবে নেওয়া থাকতে হবে ভ্যাকসিনের দুটি ডোজই। দর্শকহীন স্টেডিয়ামে খেলা শুরু করা যেতে পারে। সকাল ৭ টা থেকে ১১টা খোলা যাবে বাজার-হাট, মুদির দোকান।
West Bengal govt extends restrictions till July 1, essential services exempted.
"All govt offices will function with 25% strength. Private and corporate offices will remain open from 10 am to 4 pm with not more than 25% strength," CM Mamata Banerjee says pic.twitter.com/epGIr63hg9
— ANI (@ANI) June 14, 2021
আরও পড়ুনঃ হরিয়ানায় আরও এক সপ্তাহ বাড়ল লকডাউনের মেয়াদ
অন্যান্য দোকান খোলা যাবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। ৩০ শতাংশ গ্রাহকের উপস্থিতিতে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা যাবে শপিং মল। বাস, মেট্রো, ট্রেন আপাতত বন্ধ তবে চিকিৎসার প্রয়োজনে অটো রিক্সা চলতে পারে। ২ টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। টিকার দুটি ডোজ সম্পন্নতে পার্কে মর্নিং ওয়াকে অনুমতি। আগের মতই জিম, স্পা, বিউটি পার্লার বন্ধ থাকবে। জরুরী পরিষেবায় রাত ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত যান চলাচলে অনুমতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584