ন্যাশনাল ডেস্কঃ
গতকাল সিবিআইয়ের বহিষ্কৃত অধিকর্তা অলোক ভর্মার বাড়ির সামনে ৪ আইবি সদস্যের উঁকি ঝুঁকি মারা ও তাদের গ্ৰেফতারের ঘটনার পর আজ সিবিআই বিতর্ক সুপ্রীমকোর্টে।
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে অলোক কুমার ভার্মার আবেদনের শুনানি হবে আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ -এর নেতৃত্বাধীন সুপ্রীমকোর্টের বেঞ্চে।
সেইসঙ্গে বৃহস্পতিবার একটি এনজিও সিনিয়র অ্যাডভোকেট প্রশান্ত ভূষণের মাধ্যমে গত ২৩ তারিখের আলোক বর্মার বহিষ্কারের সিদ্ধান্তে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন ও কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার নিয়ে সুপ্রীমকোর্টে প্রশ্ন তুলেছে। তাদের দাবি সিবিআই ডিরেক্টরের ২ বছরের কার্যকালের মেয়াদের আগেই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের হস্তক্ষেপ লোকপাল এবং লোকায়ুক্ত অ্যাক্ট ২০১৩ কে ভায়োলেট করছে।সিবিআই ডিরেক্টরের নিযুক্তির ক্ষেত্রে প্রধানমন্ত্রী , লোকসভার বিরোধী দলনেতা ও ভারতের প্রধান বিচারপতি নিয়ে গঠিত কমিটি সিদ্ধান্ত নেয়। সুপ্রীমকোর্টে আবেদনকারী দের বক্তব্য বহিষ্কারের ক্ষেত্রেও এই তিন জনের কমিটির অনুমতি নিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584