ফালাকাটায় গণবিবাহের অনুষ্ঠানে মাদলের তালে তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী

0
87

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

আদিবাসী শিল্পীদের সাথে মাদলের তালে তাল মিলিয়ে নাচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই এক বিরল দৃশ্য দেখা গেল আলিপুরদুয়ার জেলার ফালাকাটার গণ বিবাহের আসরে।

Mamta Banerjee | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে গণ বিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি আদিবাসী শিল্পীদের সঙ্গে আদিবাসী নৃত্যে পা মেলালেন।

CM Mamata Banerjee | newsfront.co
মুখ্যমন্ত্রী ৷ নিজস্ব চিত্র

জানা গিয়েছে, এদিন গণবিবাহের অনুষ্ঠানে ৪৫০ জোড়া যুবক-যুবতীর বিয়ে দেওয়া হয়। নবদম্পতির হাতে রাজ্য সরকারের তরফ থেকে নানান উপহার তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজেই আদিবাসী দম্পতিদের হাতে শাড়ি, ধুতি-পাঞ্জাবি তুলে দেন।

WB CM | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়া গণবিবাহ অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী চা-সুন্দরী প্রকল্পের বাড়ি চা শ্রমিকদের হাতে তুলে দেন। এদিন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার ১২টি চা বাগানের ৪৬০০ বেশি শ্রমিকের হাতে চা-সুন্দরী প্রকল্পে বাড়ি তুলে দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ সোনার গহনা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে নজির গড়লেন রঘুনাথগঞ্জের রাজমিস্ত্রী

এছাড়া বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্পের কথা উল্লেখ্য করে তিনি বলেন, ফালাকাটা ও ময়নাগুড়ি পুরসভা হবে। চা শ্রমিকদের মজুরী বৃদ্ধি করা হয়েছে। বিনা মূল্যে রেশন দেওয়া হচ্ছে।আগামীতেও দেওয়া হবে। পাশাপাশি তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করতে ও ছাড়েননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here