নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আদিবাসী শিল্পীদের সাথে মাদলের তালে তাল মিলিয়ে নাচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই এক বিরল দৃশ্য দেখা গেল আলিপুরদুয়ার জেলার ফালাকাটার গণ বিবাহের আসরে।
মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে গণ বিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি আদিবাসী শিল্পীদের সঙ্গে আদিবাসী নৃত্যে পা মেলালেন।
জানা গিয়েছে, এদিন গণবিবাহের অনুষ্ঠানে ৪৫০ জোড়া যুবক-যুবতীর বিয়ে দেওয়া হয়। নবদম্পতির হাতে রাজ্য সরকারের তরফ থেকে নানান উপহার তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজেই আদিবাসী দম্পতিদের হাতে শাড়ি, ধুতি-পাঞ্জাবি তুলে দেন।
এছাড়া গণবিবাহ অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী চা-সুন্দরী প্রকল্পের বাড়ি চা শ্রমিকদের হাতে তুলে দেন। এদিন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার ১২টি চা বাগানের ৪৬০০ বেশি শ্রমিকের হাতে চা-সুন্দরী প্রকল্পে বাড়ি তুলে দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ সোনার গহনা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে নজির গড়লেন রঘুনাথগঞ্জের রাজমিস্ত্রী
এছাড়া বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্পের কথা উল্লেখ্য করে তিনি বলেন, ফালাকাটা ও ময়নাগুড়ি পুরসভা হবে। চা শ্রমিকদের মজুরী বৃদ্ধি করা হয়েছে। বিনা মূল্যে রেশন দেওয়া হচ্ছে।আগামীতেও দেওয়া হবে। পাশাপাশি তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করতে ও ছাড়েননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584