আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রীর, পালটা জবাব দিল বিজেপিও

0
76

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ঠিক যেমন রাজ্যপাল রাজ্যের কোনও গাফিলতি দেখলেই আক্রমণ করতে ছাড়েন না, অনেকটা এক পদ্ধতিতেই দিন ভিত্তিক কোনও বিশেষ দিন থাকলেই তাতে আবেগ বা শ্রদ্ধা দেখানোর পরেই বিজেপি বা কেন্দ্রকে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায়

বিদ্যাসাগরের জন্মদিবসে শ্রদ্ধা জানিয়েও যেমন মূর্তি ভাঙার ঘটনা মনে করিয়ে বিজেপিকে বিঁধেছিলেন মুখ্যমন্ত্রী, তেমনই ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস দিনটিকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিয়ার বানিয়েও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্র সরকারকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। তবে এবারে পালটা জবাব মিলল বিজেপির তরফেও।

এই নিয়ে মুখ্যমন্ত্রী ট্যুইট করে লেখেন, এটা রীতিমত উদ্বেগজনক যে ভারত সরকার সাম্প্রতিককালে সংসদের অধিবেশনে তথ্য নিয়ে কী করেছে। অধিকাংশ উত্তরেই জানিয়ে দেওয়া হয়েছে, ওই সম্পর্কিত কোনও তথ্য নেই। দেশের প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার আছে। সরকার জনগনের কাছে জবাবদিহি করতে দায়িত্ববদ্ধ।’

আরও পড়ুনঃ রাজ্যের নতুন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদি

প্রসঙ্গত, ২০১৫ সালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে ঠিক হয়, প্রতি বছর ২৮ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে দিনটিকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হিসাবে পালন করা হবে। ভারতেও তথ্য জানার অধিকার আইন লাগু করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে মোদি জমানায় বারবারই সেই তথ্য জানার অধিকার না মানার অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ আরও ৮ টি নতুন রেক পেতে চলেছে শিয়ালদহ ডিভিশন

সম্প্রতি নানা ইস্যুতে সরাসরি তাদের কাছে তথ্য নেই বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। তা সে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা হোক বা ট্রেন সফরে মৃত শ্রমিক, কোনও ক্ষেত্রেরই তথ্য দিতে পারেনি তথ্য। অর্থনীতি সংক্রান্ত নানা বিষয়েও তথ্য পেশেও বিভিন্ন প্রশ্ন এড়িয়ে গিয়েছে মোদী সরকার।

তবে বিজেপির পালটা অভিযোগ, পশ্চিমবঙ্গে তথ্য জানার অধিকার আইনে কোনও আবেদন করলে তথ্য তো মেলেই না, উলটে তৃণমূলের গুন্ডারা সেই ব্যক্তির বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসেন। এ ব্যাপারে বিজেপি সাংসদদেরও ছাড় দেওয়া হয় না। এমনকি পুলিশকে জানালেও বিশেষ সাহায্য মেলে না। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখে তথ্য জানার অধিকার সম্পর্কে বেশি কথা মানায় না বলে দাবি বিজেপির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here