ভয়ে তিনমাস মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে লুকিয়ে থেকে এখন রাজনীতি করছেনঃ বিজেপিকে তোপ মমতার

0
47

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা মহামারী চলাকালীন মুখ্যমন্ত্রীর একাধিক সিদ্ধান্ত থেকে বাজার-এলাকা পরিদর্শন নিয়ে নিজের ঘরে বসেই ভিডিও বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন বিরোধী দলের একাধিক নেতৃত্ব। শুক্রবার পরিবেশ দিবসে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কলকাতার সবুজায়নের একটি অনুষ্ঠানের পর নাম না করে বিজেপির রাজ্য নেতৃত্বকে পালটা তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

তাঁর কথায়, ‘ভয়ে তিন মাস সবাই মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বাড়ির পিছনে ভিডিও কর্নারে লুকিয়ে ছিলেন। মানুষের পাশে না দাঁড়িয়ে এখন শুধু রাজনীতি করছেন।” একইসঙ্গে কেন্দ্র অপরিকল্পিতভাবে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে পাঠানোয় রাজ্যের করোনা পরিস্থিতি জটিল হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুনঃ আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই হরিশ পার্কে ছিল বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান। দীর্ঘদিন পর কোনও প্রকাশ্য অনুষ্ঠানে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা, কলকাতার পুলিশ কমিশনার অনুজ কুমার, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সেখান থেকেই নাম না করে বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, ‘বিরোধীরা কঠিন সময়ে স্রেফ রাজনীতি করছেন। ভয়ে তিন মাস বাড়ি থেকে বের হয়নি। বিপদের সময় মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু রাজনীতি করেছেন। আমরা মানুষের পাশে থেকেছি।’ তিনি আরও বলেন, ‘কেউ কেউ বিপর্যয়ের সময়ও রাজনীতি করছেন। বলছেন বাংলার মুখ্যমন্ত্রীকে গদিচ্যূত করে আমাদের ক্ষমতায় আনুন। এটা কি রাজনীতি করার সময়? তার চেয়ে মানুষের কাজ করুন না।’

এদিন আরও বেশ কিছু অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তিন মাস কোনও আয় নেই, শুধু ব্যয় হচ্ছে। তারপরেও রাজ্যের প্রতিটি কর্মচারীকে মাস পয়লায় বেতন দিচ্ছি।” কেন্দ্র সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, “কেন্দ্র তো সাংসদদের ৩০ শতাংশ বেতন কেটে নিয়েছে। সাংসদ তহবিলের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা তো তা করিনি। উলটে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার ট্রেন ও বাসভাড়া আমরা দিয়েছি। তবে ওরা অপরিকল্পিতভাবে পরিযায়ী ভাইবোনদের রাজ্যে পাঠাচ্ছে। রাজ্যে পাঠানোর আগে না তাঁদের ঠিক করে খেতে দেওয়া হয়েছে, না চিকিৎসা করা হয়েছে। অনেকেই তো অসু্স্থ। তাঁরা ট্রেনে আসার সময়ই মারা যাচ্ছেন।”

মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ এমন পরিস্থিতিতেও রাজনীতি করছেন। এটা কি রাজনীতি করার সময়? তার চেয়ে রাজ্যের মানুষের হয়ে কাজ করুন না। গাছ লাগান, পুকুর পরিষ্কার করুন। সে সব তো করবেন না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here