সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের এখন একটাই কর্মসূচি। ‘দিদিকে বলো’-র জেরে রাজ্যজুড়ে তৃণমূল স্তরে চলছে জোরকদমে প্রচার।
‘দিদিকে বলো’ কর্মসূচিকে এক নতুন মাত্রায় নিয়ে গেলেন ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন। ‘দিদিকে বলো’ কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লেখক নীলকমল চ্যাটার্জির লেখনীতে ফুটে উঠল যাত্রাপালা ‘দিদিকে বলো’।
অষ্টমী নাট্যগোষ্ঠীর এই যাত্রাপালা মঞ্চস্থ হবে কয়েক দিনের মধ্যেই। তারই আগে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেতা অরুময় গায়েন।
আরও পড়ুনঃ পুরভোটে ব্যালট ফেরাতে নির্বাচন কমিশনের কাছে আর্জি তৃণমূলের
তিনি বলেন ‘দিদিকে বলো’ কর্মসূচিকে একদিকে যেমন তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার কাজ চলছে, পাশাপাশি রাজ্যজুড়ে বাংলার ঐতিহ্য যাত্রাপালার মধ্য দিয়ে এই কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে খুব সহজেই পৌঁছে দেওয়া যাবে। তাই অষ্টমী নাট্যগোষ্ঠীর ‘দিদিকে বলো’ যাত্রাপালার সংলাপ, সামাজিক পটভূমিকায় লেখা হয়েছে।
এই যাত্রাপালায় মুখ্য চরিত্রে ১৪ জন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন। একদিকে যাত্রাপালা চরিত্রে যেমন দেখা যাবে নরেন্দ্র মোলি, অমিত সাহা, মুকুল রায়-সহ বিজেপির অন্যান্য নেতাদের; তেমনই দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের একাধিক নেতার চরিত্রকে।
সাধারণ মানুষের কাছে এই কর্মসূচি পৌঁছানোর বিকল্প মাধ্যম হিসেবে এই যাত্রাপালাকে বেছে নিয়েছে ডায়মন্ডহারবারের দু’নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি অরুময় গায়েন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584