নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
‘সব শেষ হয়ে গেছে ,সব ধ্বংস হয়ে গেছে, দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে’ রাত ৯টার দিকে নবান্নে সাংবাদিক সম্মেলনে এসে এমনই প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।মুখ্যমন্ত্রী জানান তখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর এসেছে।
আজ সারাদিনই নবান্নের কন্ট্রোল রুমে বসে পরিস্থিতি খতিয়ে দেখছিলেন মুখ্যমন্ত্রী।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা শেষ হয়ে গিয়েছে-দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে কার্যত তাণ্ডবলীলা চালিয়েছে আমপান। করোনা,পরিযায়ী শ্রমিক ও আমপান- রাজ্য এই তিনটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে।তিনি জানান নামখানা, বাসন্তী, বারুইপুর, সোনারপুর ভাঙ্গড় থেকে যা খবর তাতে পরিস্থিতি ভয়ঙ্কর। সঙ্গে তিনি যোগ করেন যে নবান্নের কন্ট্রোল রুমে বসে থাকার সময় তাঁর অফিস পর্যন্ত কাঁপছিল। এছাড়াও সাংবাদিক সম্মেলনে কেন্দ্রকে অনুরোধ করেন রাজনীতির ঊর্ধ্বে উঠে সাহায্য করার।
বুধবার দুপুর থেকেই সুপার সাইক্লোন আমপান তার গতিবেগ বাড়িয়ে দেয়।সন্ধ্যায় উপকূলে আছড়ে পড়ার পর কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584