ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
এবার উবেরের পথেই হাঁটল ওলা।করোনা অতিমারির মধ্যে লকডাউনের জেরে চাকরি হারালেন ১৪০০ ওলা কর্মী।
কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য ও চিফ এক্সিকিউটিভ ভাভিশ আগারওয়াল ইমেইল মারফত বুধবার ১৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন। সঙ্গে তিনি এও জানান যে গত দু মাসে কোম্পানির শতকরা ৯৫ শতাংশ রেভিনিউ কমে গেছে।
তবে কোম্পানির তরফ থেকে ঘোষণা করা হয়েছে ছাঁটাই করা কর্মীদের তিন মাসের আগাম মাইনে , ইন্সুরেন্স কভারেজের ব্যবস্থা ও আগামী এক বছর স্বাস্থ্যের খরচ দেওয়া হবে।
করোনা প্রাদুর্ভাবের পর গত মার্চ মাস থেকেই দেশব্যাপী লকডাউনে পাবলিক পরিবহন ব্যবস্থা বন্ধ। সাম্প্রতিক দিল্লি সরকার শর্তসাপেক্ষে ওলা ও উবের চালানোর অনুমতি দিয়েছে।
আরও পড়ুন:সুরক্ষাহীনতাই বাধ্য হয়েছে চাকরি ছাড়তে, দাবি মনিপুরি নার্সদের
এর আগে আর এক ক্যাব পরিবহন সংস্থা উবের ৫০০ কর্মী ছাঁটাই করেছে। এছাড়াও খাবারের হোম ডেলিভারি সংস্থা সুইগী এবং জোমাটোও একই পথে হেঁটেছে। হোটেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মেক মাই ট্রিপ এবং ওইয়ো(OYO)-ও তাদের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584