রাজ্যে চ্যাম্পিয়ন মালদার সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন

0
55

হরষিত সিং,মালদা:-
ছাত্র-যুব উৎসবে ‘কন্যাশ্রী প্রকল্প’ নিয়ে নাটিকা উপস্থাপন করে রাজ্যে চ্যাম্পিয়ন হয়েছে মালদহের চাঁচল মহকুমার সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা । রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস মঙ্গলবার আলিপুরের ‘উত্তীর্ণ মুক্তমঞ্চে’ তাদের পুরস্কৃত করেছেন ।
ব্লক ও জেলা পর্যায়ে সেরা হয়ে রাজ্য স্তরের ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ায় সুযোগ পান তারা । ওই বিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের শিক্ষক জয়দীপ মুখোপাধ্যায় ও ইতিহাসের শিক্ষক দীপঙ্কর দাস একাদশ শ্রেণির ৮ পড়ুয়াকে নিয়ে নাটকের দল গড়ে তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন । জয়দীপবাবু স্ক্রিপ্ট তৈরি করে দেন ।
ওই ৮ পড়ুয়া হলেন সায়ন্তনী নন্দী , পৃথা মজুমদার , উমাশঙ্কর রায় , মৈনাক রায় , রাহেলা আকতার ,রিয়া দাস , সুমাইয়া খাতুন ও মুসতারি পারভিন । ওই ৮ ছাত্রছাত্রীদের কথায় , ” বিদ্যালয়ের শিক্ষক জয়দীপবাবু ও দীপঙ্কর বাবু দুজনে মিলে অক্লান্ত পরিশ্রম করে আমাদের গড়েপিটে তৈরি করেছেন । তাঁদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েই আমরা ব্লক ও জেলা পর্যায় পেরিয়ে রাজ্যেও প্রথম হয়েছি ।সবই তাঁদের অবদান । ”
চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ওই দুই শিক্ষক জয়দীপ মুখোপাধ্যায় ও দীপঙ্কর দাস একযোগে বললেন , “ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮ পড়ুয়াও যথেষ্ট পরিশ্রম করেছে । রাজ্যস্তরের প্রতিযোগিতাতেও তারা নাটিকাটি খুব ভালোভাবে উপস্থাপন করে । ”

রাজ্যে সেরা হওয়ার খবরে উচ্ছ্বসিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসরারুল হকও । তিনি ওই দুই শিক্ষককে ধন্যবাদ জানান । পাশাপাশি ছাত্রছাত্রীদেরও প্রশংসা করেন । তিনি বলেন , “ তারা আমাদের বিদ্যালয়ের সুনাম বাড়িয়েছে । তাদের জন্য আমরা সত্যিই গর্বিত। “

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here