রেল উন্নয়নের একাধিক দাবীতে সরব হলেন আলিপুরদুয়ারের সাংসদ

0
57

নিজস্ব সংবাদদাতা, আলিপুদুয়ারঃ

রেল উন্নয়নের বিভিন্ন দাবীতে সরব হলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। শনিবার বিজেপি সাংসদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গোয়েল।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

বৈঠক শেষে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা বলেন, “আমি এদিনের ভার্চুয়াল বৈঠকে আলিপুরদুয়ারের মানুষদের দাবী গুলোর প্রতি রেল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। রেল মন্ত্রী খুব তাড়াতাড়ি দাবী পূরণের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।”

আরও পড়ুনঃ ২ ডিসেম্বর থেকে চালু হচ্ছে নন সাবার্বান ট্রেন

জানা গিয়েছে, এদিন দুপুর ১ টায় আলিপুরদুয়ার জেলা বিজেপির কার্যালয় থেকে এই বৈঠকে শামিল হয়েছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। বৈঠকে শামিল হওয়ার আগে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন জন।

আরও পড়ুনঃ বামেদের সঙ্গে যে কোনও মূল্যে জোট চাই, প্রদেশ কংগ্রেস কে বার্তা রাহুলের

সাংসদের সঙ্গে এদিন রেল আধিকারিক সহ বৈঠকে আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলালও উপস্থিত ছিলেন। সেই বৈঠকে রেল আধিকারিকদের ১৬ দফা দাবীতে একটি স্মারক লিপিও জমা দেন সাংসদ। পরে রেল মন্ত্রীর কাছেও একই দাবী তুলে ধরেন সাংসদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here