কাজের দাবীতে বহরমপুরে মিছিল

0
219

শুভদীপ ভট্টাচার্য, বহরমপুরঃ

জেলাজুড়ে কর্মসংস্থান ও বেকারের কাজের দাবীতে বহরমপুর শহরে মিছিল করে ডি ওয়াই এফ আই। রাজ‌্য সরকারের দেয় প্রতিশ্রুতির পূরণ হয়নি সিকিভাগও, বাড়ছে বেকারি, কর্মসংস্থান প্রায় স্তব্ধ, সরকারি পরিসংখ‌্যানের ফিরিস্তির পরেও বাস্তবচিত্র মোটেই আশাব‌্যাঞ্জক নয়।

নিজস্ব চিত্র

চাকরি না পেয়ে, কিংবা চাকরিতে নিয়োগে অসাধু পন্থার শিকার হয়ে আত্মহত‌্যার ঘটনাও চোখে পড়েছে ইতিপূর্বে। কিন্তু নড়েনি টনক, ফেরেনি প্রাণ, গড়ে ওঠেনি সংকল্প, দূর হয়নি সমস‌্যা। এই পাহাড়প্রমাণ সমস‌্যার সামনে দাঁড়িয়ে, বামপন্থার চুড়ান্ত সংকটকালীন সময়ে জেলা কর্মীসভার আয়োজন করেছিল ডি ওয়াই এফ আই। ষাট-সত্তর-আশি’র দশকের বামপন্থায় গনগনে আগুন এখন অনেক ম্রিয়মান।

নিজস্ব চিত্র

যুবসমাজকে গ্রাস করছে হতাশা। গ্রাম ঢুঁড়ে দেখা মিলছেনা ‘সন অফ দি সয়েল’ জাতীয় সংগঠক বা নেতার। ভাল কর্মী-সংগঠক গড়ে তুলতে কালঘাম ছুটছে ফ্রন্টের তাবড় নেতাদেরও। সময়ের দাবী ও সীমাবদ্ধতাকে মেনে নিয়েই যুব আন্দোলন গড়ে তোলবার লক্ষ‌্যে সুযোগ‌্য কর্মী গড়তে কর্মীসভা ডি ওয়াই এফ আই এর। উপস্থিত ছিলেন রাজ‌্য সম্পাদক জামির মোল্লা, জেলা সম্পাদক ধ্রুবজ‌্যোতি সাহা এবং অন‌্যান‌্য রাজ‌্য ও জেলা নেতৃত্ব।

নিজস্ব চিত্র

যুগ সর্বোপরি অস্থায়ীত্বের, হতাশা আচ্ছন্ন করছে যুব সমাজকে, উদারীকরণের দরুণ এ যুব সমাজের নিদারুণ প্রাপ্তি, এ অবস্থা দীর্ঘস্থায়ী নয়, এর বিপরীতে চাই যুবআন্দোলন, তার মধ‌্যে দিয়েই সমাজ পাবে আশার আলো, এমনটাই দাবী রাজ‌্য সম্পাদকের। কর্মীসভা শেষে সকল বেকারের কাজের দাবীতে একটি মিছিল শহর পরিক্রমা করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here