কমিশন বাঁচতে এবার সুপ্রিমকোর্টে মাদ্রাসা কমিটি

0
104

মানত মন্ডল,বাঁকুড়া,১লা ফেব্রুয়ারি ২০১৮:

তপশিলি অধ্যষিত দুই জেলা বাঁকুড়া ও পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে আজ বাঁকুড়া বাসস্টান্ড সংলগ্ন দেশবন্ধু লজে দুই জেলার মাদ্রাসার প্রধান শিক্ষকদের নিয়ে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মাদ্রাসা সার্ভিস কমিশনের গুরুত্ব, প্রয়োজনীয়তা,মাদ্রাসার সমস্ত শূন্যপদে কমিশনের ষষ্ঠ এসএলএসটি উত্তীর্ণদের দ্রুত নিয়োগ করা ইত্যাদি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়।

উদ্বোধনী বক্তব্য দেন ফোরামের জেলার আহ্বায়ক রথীন চট্টোপাধ্যায় । ফোরামের রাজ্য সম্পাদক মীর রবিউল ইসলাম বলেন- “ফোরাম শুধুমাত্র সংখ্যালঘু নয়, তপশিলি আদিবাসি সকলকে নিয়ে চলতে প্রস্তত,কারণ শিক্ষকের কোন জাত হয় না”। তিনি আরও বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিষেশে মাদ্রাসা সার্ভিস কমিসন রক্ষায় সকলকে এগিয়ে আসার প্রয়োজন। বাঁকুড়া জেলার কার্যকরী সভাপতি নতুনগ্রাম আহমোদিয়া হাইমাদ্রাসার প্রধানশিক্ষক আজিজুল আলম খান জেলার সকল মাদ্রাসার প্রধানশিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “মাদ্রাসাগুলি শিক্ষকের অভাবে ধুঁকছে, তাই ছাত্রছাত্রীদের স্বার্থে মাদ্রাসার কমিটিগুলি অবিলম্বে সুপ্রিমকোর্টে আবেদন করুক,যাতে কোর্ট কমিসন সিলেকটেড প্রার্থীদের মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগের ব‍্যবস্থা করে।”
লালবাঁধ হুসিনিয়া সিনিয়ার মাদ্রাসা প্রধানশিক্ষক নাজিমুদ্দিন বলেন-“কমিটির দূনীর্তির ক্রিয়াকলাপ ইসলাম বিরোধী। কমিটির অত্যাচার থেকে মাদ্রাসা শিক্ষা ব‍্যবস্থাকে মুক্তি দেবার জন্যই কমিসন তৈরি করা হয়।স্বচ্ছ নিয়োগের উওম পন্হা হোল মাদ্রাসা সার্ভিস কমিসন।” উপস্থিত প্রধান শিক্ষকগণ নিজ নিজ মাদ্রাসার শূন্যপদের উল্লেখ করে কমিশনের মাধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানান।সভা থেকে মাদ্রাসা পরিচালন সমিতির শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি ওঠে। ফোরামের রাজ্য নেতৃত্ব তথা কোষাধ্যক্ষ মো:কাইসার রশিদ বলেন “ফোরাম কোনরূপ অন্যায়ের সঙ্গে আপোস করবে না”।তিনি
সমস্ত পাশ ক্যান্ডিটিডদের চাকুরি নিশ্চিত করার জন্য সুপ্রিমকোর্টের মামলার শরিক হওয়ার আহ্বানও করেন।

সভায় অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিয়াকত আলি,অনিমেষ সিংহ, মেকসার আলি প্রমুখ প্রধান শিক্ষক সহ জেলার অন্যান্য মাদ্রাসার প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here