মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবিতে বাম ছাত্র যুবদের বিরাট সমাবেশ ও ডিএম-এর নিকট ডেপুটেশন

0
70

জৈদুল সেখ, বহরমপুর, মুর্শিদাবাদ:-

ডান বাম নির্বিশেষে মুর্শিদাবাদের সকল মানুষের একটাই দাবি-” মুর্শিদাবাদে অবিলম্বে পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই “

এই প্রশ্নই মুখে মুখে

আজ বহরমপুরে টেক্সটাইল মোড়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে বিরাট জমায়েত করে সমাবেশ ও মিছিল করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবরা মিছিল করে এই সমাবেশে যোগদান করে। উপস্থিত ছিলেন যুবর রাজ্য রাজ্য কমিটির নেতা  জামির মোল্লা এবং এস এফ আই সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিক্রম সিংহ, এস এফ আই মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি  জোসেফ হোসেন এবং সম্পাদক সন্দীপন দাস, যুবর জেলা সম্পাদক  ধ্রুবজ্যতি সাহা, কামরিন বানু প্রমূূখ।

বক্তব্যে জামীর মোল্লা

জামির মোল্লা বলেন,” মুর্শিদাবাদের বিশ্ববিদ্যালয় তৈরি মানেই হলো, ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষার দরজা খুলে যাওয়া, এটা রাজনীতি কিংবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই বোঝা উচিৎ।উল্লেখ্য কিছু দিন আগে এই দাবি নিয়ে ডোমকলের একটি পথ সভাতে তৃণমূলের কর্মীরা বোমা নিয়ে হামলা করে। অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছে এরা উন্নয়ন পক্ষে নাকি ঝাল মুড়ির পক্ষে। “

এস এফ আই সর্বভারতীয় সম্পাদক বিক্রম সিংহ বলেন
” আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন সারা ভারতবর্ষে বিভাজনের রাজনীতি চলছে, এই ভয়ঙ্কর রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ছাত্র যুবকদের আরো শিক্ষা নিয়ে লড়াই সংগ্রাম করতে হবে। “
সমাবেশ শেষে বিরাট মিছিল করে ডিএমের কাছে বিশ্ববিদ্যালয়ের দাবী নিয়ে স্মারক লিপি জমা দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here