মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহারে পৌঁছেই মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নব নির্মিত ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন বিকেলে তিনি হেলিকপ্টারে কোচবিহার বিমান বন্দরে এসে পৌঁছান। সেখান থেকে সোজা চলে যান মেডিক্যাল কলেজ চত্বরে।
সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে জানান, আড়াই শো কোটি টাকায় এই মেডিক্যাল কলেজের ভবন নির্মাণ করা হয়েছে। এখানে ১০০ জন এমবিবিএস পড়তে পারবেন। ফলে রাজ্যে মেডিক্যালের আসন সংখ্যা আরও বাড়ল বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
আরও পড়ুনঃ সাংসদ দেবের সহায়তায় দৃষ্টি ফিরল চন্দ্রকোনার সাব্বিরের
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কোচবিহারের মানুষের দীর্ঘ দিনের চাহিদা ছিল মেডিক্যাল কলেজের। আমরা সেটা করে দিলাম। এখানকার মানুষের আবেগের কথা মাথায় রেখেই কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের নামেই এই মেডিক্যাল কলেজ করা হয়েছে। এই মেডিক্যাল কলেজের জন্য এখানকার বহু মানুষ উপকৃত হবেন।”
করোনা আবহে যেভাবে চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন, সেটারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “মানুষের পাশে থেকে যেভাবে চিকিৎসকরা এই করোনা পরিস্থিতির মধ্যে কাজ করে যাচ্ছেন। তার যে কোন রকম প্রশংসাই কম হবে। এটা অনেক বড় কাজ, মহান কাজ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584