পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
রাজ্যের মা-মাটি-মানুষের সরকার যতদিন এ বাংলায় থাকবে ততদিন মানুষের উপর অত্যাচার আমরা করতে দেব না। আর মানুষে মানুষে ভেদাভেদ হতে দেব না। রাজ্যে মা মাটি মানুষের সরকার সবসময় রাজ্যের মানুষের পাশে আছে এবং মানুষকে সাহায্য করবে।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এসে প্রশাসনের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরো বলেন আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে রাজ্য সরকার ১০হাজার মানুষের কাছে তাদের পরিষেবা প্রদান করল।তিনি বলেন উত্তর দিনাজপুর জেলায় বহু প্রকল্প এর আগে ঘোষণা করা হয়েছে বহু প্রকল্পের কাজ হয়ে গিয়েছে আর বেশ কিছু প্রকল্পের কাজ চলছে।
আরও পড়ুনঃ বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে জলঙ্গী থানায় ডেপুটেশন
এরইমধ্যে আজকে বেশ কিছু প্রকল্পের আবার ঘোষণা করা হল। এরমধ্যে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বেড শয্যা ৬০ থেকে বাড়িয়ে ১০০ করা হয়েছে।
এছাড়া রাজ্য সরকারের টাকায় নতুন একটি প্রকল্প স্নেহালয় নামে চালু হলো যা আগামী দিনে রাজ্যের গরীব মানুষদের অনেক সুবিধা দেবে।প্রশাসনিক বৈঠকের আগে সরকারি অনুষ্ঠানের মাধ্যমে বেনিফিশিয়ারিদের মঞ্চ থেকে বিভিন্ন রকম সরকারি সাহায্য প্রদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সরকারি সাহায্যের অনুষ্ঠানকে ঘিরে কালিয়াগঞ্জের সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এদিন জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের পাশাপাশি মঞ্চে উপস্থিত হয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, কানাইয়ালাল আগরওয়াল, কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ, রায়গঞ্জের পুরপিতা সন্দীপ বিশ্বাস, উপ পুরপিতা অরিন্দম সরকার সহ অন্যান্য বিধায়ক এবং আধিকারিকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584