প্রায় ৬ মাস পর জেলা সফরে মুখমন্ত্রী, উত্তরকন্যাতে হবে সমস্ত বৈঠক

0
67

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

প্রায় ৬ মাস পর করোনা আবহের মধ্যেই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আগামী ২১ সেপ্টেম্বর শিলিগুড়ি যাবেন মুখ্যমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে প্রশাসনিক বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

Mamata Banerjee | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী উত্তর বঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জেলাশাসক, জেলা পুলিশসুপার, মহকুমাশাসক, স্বাস্থ্য অধিকারিকসহ বিভিন্ন দফতরের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন। বিধায়কদেরও বৈঠকে ডাকতে পারেন। উত্তরকন্যাতেই সমস্ত বৈঠক করবেন। জেলায় জেলায় যাওয়ার কোনও পরিকল্পনা নেই”।

আরও পড়ুনঃ সুব্রত গঠিত তৃণমূল হিন্দি সেলের চেয়ারম্যান দীনেশ, লক্ষ্য অবাঙালি ভোটব্যাঙ্ক

সূত্রের খবর, মূলত করোনা পরিস্থিতির মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলি কোথায় অবস্থান করছে, তা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। খুঁটিয়ে খুঁটিয়ে উন্নয়নের হিসেব নেবেন তিনি, কোন কোন জেলা কোন কাজে এগিয়েছে, কোন জেলাই বা কীসে পিছিয়ে পড়েছে, সেসব নিয়ে সরকারি ভাবে জানতে চাইবেন দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিদের কাছে।

আরও পড়ুনঃ মেট্রোয় যাতায়াতে কোনও ই-পাস লাগবে না বয়স্কদের

পাশাপাশি, ওই সফরে উত্তরবঙ্গের বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ কর্মসূচি সেরে ২৪ সেপ্টেম্বর কলকাতায় ফেরার কথা তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সেপ্টেম্বরের শেষের দিকে জেলা সফরে যাবেন। রাজনৈতিক দিক থেকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞ মহল। বিধানসভা নির্বাচনের বাদ্যি প্রায় বেজেই গিয়েছে।

রাজনৈতিক দলগুলির ঘর গুছানোর পালা চলছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী চার দিন থাকবেন শিলিগুড়িতে। সূত্রের খবর, প্রশাসনিক বৈঠক ছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এতদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরবঙ্গের খোঁজ-খবর নিয়েছেন। এবার সরাসরি সেখানে থেকেই বৈঠক করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here