আলু-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

0
58

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি নীতিতে আলু পেঁয়াজ কে অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে বাদ দেওয়ায় এবার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। একে মহামারী তার ওপর কম ফলনের জেরে সবকিছুর নাগাল ছাড়িয়ে বাড়তে শুরু করেছে দাম। সমস্ত কিছুই চলে যাচ্ছে সাধারণ মানুষের সাধ্যের বাইরে।

mamata banerjee | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায়

দাম নিয়ন্ত্রণে কলকাতার বাজারগুলিতে ইতিমধ্যেই হানা চালিয়েছে কলকাতা পুলিশে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এবার দাম নিয়ন্ত্রণ করতে অনুরোধ জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রসঙ্গত সোমবারও বাজারে চন্দ্রমুখী আলু ৪৫ টাকা দরে; জ্যোতি আলুর ৪২ টাকা দরে বিক্রি হয়েছে। পেঁয়াজের দাম ধীরে ধীরে ১০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হওয়ার দিকে এগোচ্ছে।

আরও পড়ুনঃ শুভেন্দু ইস্যুতে ময়দানে অধীর, মনোবাঞ্ছা পূর্ণ হবে না পাল্টা কল্যাণ

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্র সম্প্রতি নতুন যে আইন করেছে তার জন্যই মজুতদাররা পেয়ে বসেছে। নিত্য প্রয়ােজনীয় সামগ্রী যথেচ্ছ মজুত হচ্ছে বলেই দাম বাড়ছে। এ বার আপনি সামলান। তাঁর বক্তব্য, সম্প্রতি আইনে সংশােধন এনে সরকার আলু, পেঁয়াজকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ দিয়েছে। তার পর থেকেই মজুত শুরু হয়েছে। কম ফলন হলেও যেটুকু ফলন হয়েছে তাও বাজারে আসছে না।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে তৃণমূল বনাম তৃণমূলের টক্কর

মুখ্যমন্ত্রী তার চিঠিতে আরও বলেছেন , ২০১৪-১৫ সালে একবার ধরনের অবস্থা হয়েছিল। কিন্তু তখন রাজ্য সরকার দাম বেঁধে রাখতে পেরেছিল। নতুন আইনের ফলে রাজ্যের হাতে কোনও ক্ষমতা নেই। এখন হয় কেন্দ্র দাম নিয়ন্ত্রণ করুক বা রাজ্যের হাতে সেই ক্ষমতা দিক। নতুবা মানুষের বিপদে পড়ার দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here