জেলা সফর শেষে বহরমপুর থেকে কলকাতার পথে মুখ্যমন্ত্রী

0
78

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

“যে কোন রাজনৈতিক দল তাদের নিজস্ব প্রচার করতে পারে এ বিষয়ে আমি কোন মতামত দিতে চাইনা। যদি কোনো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তবেই আমি বলব। সব জায়গাতেই পুলিশ, সাংবাদিক খুন হচ্ছে।

chief minister | newsfront.co
মুখ্যমন্ত্রী ৷ নিজস্ব চিত্র
mamata banerjee | newsfront.co
নিজস্ব চিত্র

পশ্চিম বঙ্গের আইন শৃঙ্খলা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তা না হলে যেভাবে খুন বোমাবাজি হত তা অনেক কমে গিয়েছে। মুর্শিদাবাদও এর ব্যতিক্রম ছিল না। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।” সামনে একুশের বিধানসভা ভোটকে লক্ষ্য রেখেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ একথা বললেন ৷

cm with security | newsfront.co
নিজস্ব চিত্র

গত ৯ ফেব্রুয়ারি বহরমপুর স্টেডিয়ামে রাজনৈতিক সভা করে বহরমপুর সার্কিট হাউসে রাত্রি বাস করার পর হেলিকপ্টারে ১০ তারিখ পৌঁছে যান রায়গঞ্জের রাজনৈতিক সভামঞ্চে ।সেখানকার সভা শেষে মালদা থেকে হেলিকপ্টারে আজ বেলা ১২টায় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে এসে পৌঁছান।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে মীরজাফরের ইতিহাস স্মরণ করিয়ে দলত্যাগী থেকে বিরোধীদের তুলোধোনা মুখ্যমন্ত্রীর

এদিন কিছুক্ষণের জন্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেন। তিনি জনসভা থেকেই বারবার মানুষকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান ৷অবশেষে জেলা সফর শেষ করে মুখ্যমন্ত্রী আজ বহরমপুর থেকে হেলিকপ্টারে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here