সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
আজ একুশে জুলাই। আর একুশে জুলাইকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ দুপুর দুটো থেকে ‘ভার্চুয়াল সভা’ করেন।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তা দেখা যায়। তিনি আগেই জানিয়েছিলেন একুশে জুলাই প্রতিটি বিধানসভা, প্রতিটি গ্রাম পঞ্চায়েত, প্রতিটি বুথে বুথে সাংসদরা – বিধায়করা ও গ্রাম পঞ্চায়েতের প্রধান, সদস্য সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে,কর্মী-সমর্থকদের নিয়ে একুশে জুলাই শহীদদের স্মরণে সভা করবে।
আরও পড়ুনঃ বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান ভারত সরকারের
মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রতিটি লোকসভা, বিধানসভা ও গ্রাম পঞ্চায়েতে এবং পাড়ায় পাড়ায় এই শহীদ স্মরণের সভা দেখানো হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভার্চুয়াল সভা সোশ্যাল মিডিয়ায় ও ইলেকট্রনিক মিডিয়ায় লাইভ দেখার জন্য সকলে বড় পর্দায় চোখ রেখেছিলেন।
এছাড়াও সাতগাছিয়া বিধানসভা ,বজবজ বিধানসভা, মহেশতলা বিধানসভা, বিভিন্ন জায়গায় আজ তৃণমূলের কর্মী-সমর্থকরা শহীদ স্মরণে এক মিনিট, কোন জায়গায় দু মিনিট নীরবতা পালন ও শহীদ স্মরণের বেদীতে মাল্যদান করেন।
এছাড়াও সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে চন্ডী গ্রাম পঞ্চায়েতের পূর্ব চন্ডীতে ৫০ জন কর্মী বিজেপি ও সিপিআইএম থেকে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584