নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আজ, শনিবার ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মবার্ষিকী। এদিন বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে টুইট করে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘’বাংলা ভাষার পথিকৃৎ বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মদিবসে শ্রদ্ধার্ঘ। আজীবন বিধবা বিবাহ প্রচলন ও বাল্য বিবাহ রোধের বিরুদ্ধে লড়েছেন দয়ার সাগর। বিদ্যাসাগর বাংলার গর্ব। বর্তমান সময়েও তিনি আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।
Vidyasagar truly represents the pride of Bengal & serves as an inspiration to us till date. His bust was unfortunately desecrated in 2019 by certain outsiders, which only shows their disregard for Bengal’s legacy. However, his teachings are deeply inculcated in our values. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) September 26, 2020
২০১৯ সালে কয়েকজন বহিরাগত বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। এতে হামলাকারীদের বাংলার ঐতিহ্য ও গরিমা নষ্ট করার চেষ্টাই প্রকাশ পেয়েছে। বিদ্যাসাগরের ভাবনাচিন্তা ও মতাদর্শ আজীবন আমাদের মূল্যবোধের সঙ্গে জড়িত থাকবে।”
আরও পড়ুনঃ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান লাইফ সাপোর্টে, ফের রাজ্য প্রশাসনকে নিশানা রাজ্যপালের
এখানেই শেষ নয়, বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি গত বছরে বিদ্যাসাগর কলেজের ভিতরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়ার ঘটনার কথাও মনে করিয়ে দিলেন তিনি। টুইটে হামলাকারীদের ‘কয়েকজন বহিরাগত’ হিসেবে উল্লেখ করে ওই নক্কারজনক ঘটনার প্রসঙ্গে ফিরিয়ে আনলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ মেদিনীপুরে বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী জন্মদিবস উদযাপন
২০১৯-এর মে মাসে লোকসভা নির্বাচনের সময় বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের এক রোড শো চলাকালীন কলকাতায় ধুন্ধুমার কাণ্ড ঘটে। বিদ্যাসাগর কলেজে ঢুকে কয়েকজন দুষ্কৃতী বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙে দেয়। এ ঘটনায় তৃণমূল ও গেরুয়া শিবির একে-অপরকে দোষারোপ করে।
এদিনের টুইটে ‘বহিরাগত’ হিসেবে মুখ্যমন্ত্রী বিজেপিরই কথা বলেছে। এমনটাই মত রাজনৈতিক মহলের। কারণ এর আগে বিভিন্ন সভা-সমাবেশে গেরুয়া শিবিরকে রাজ্যে ‘বহিরাগত’ হিসেবেই উল্লেখ করেছেন তিনি।
শনিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ও। টুইটে তিনি বিদ্যাসাগরকে ‘সর্বকালের অন্যতম সেরা সংস্কারক’ হিসেবে উল্লেখও করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584