প্রতিটি পরিযায়ী শ্রমিককে ১০ হাজার টাকা দিক কেন্দ্র, টুইট করলেন মুখ্যমন্ত্রী

0
35

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

শ্রমিক স্পেশ্যাল ট্রেনের মাধ্যমে প্রত্যেকদিন ঘরে ফিরছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। কিন্তু লকডাউনে তারা সকলেই কর্মহীন। এই অবস্থায় পরিযায়ী শ্রমিকদের হাতে সরাসরি টাকা দেওয়ার দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি এই সংক্রান্ত ট্যুইট করেন সোশ্যাল মিডিয়ায়।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

মুখ্যমন্ত্রীর দাবি, পিএম কেয়ার ফান্ড থেকে সরাসরি টাকা দেওয়া হোক ওই শ্রমিকদের অ্যাকাউন্টে। একইসঙ্গে তিনি এদিন নবান্নে জানান, ঘূর্ণিঝড় আমফান বিপর্যয়ের পর কেউ ত্রাণ থেকে বঞ্চিত হবেন না এবং পরিযায়ী শ্রমিকদের উস্কানি দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, করোনার জেরে মানুষের দুর্দশা অকল্পনীয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রর কাছ আবেদন রাখছি, পরিযায়ী শ্রমিকদের এককালীন ১০ হাাজার টাকা দিক। এই টাকা দেওয়া হোক পিএম কেয়ার ফান্ড থেকে।

আরও পড়ুনঃ ১৫ জুন থেকে কেন্দ্রের পাঠানো ডাল ৩ মাস ধরে মিলবে রেশনে! ঘোষণা খাদ্য দফতরের

বিজেপির দাবি, করোনা সংক্রমণ রুখতে রাজ্যে ব্যর্থতা ঢাকতে ও পরিযায়ী শ্রমিকদের পাশে পেতেই কেন্দ্রের কাছে এই দাবি করছেন মুখ্যমন্ত্রী। শ্রমিক স্পেশ্যাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি করেছেন বিজেপি নেতারা। সেই পরিস্থিতি সামাল দিতেই মুখ্যমন্ত্রীর এই নয়া কৌশল বলে দাবি করছেন রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেল কলকাতা বন্দরের নতুন নাম

এদিকে, ২৯ মে ঘোষণা করার সঙ্গে সঙ্গে এক লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর হিসাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঠিক তার ৪ দিনের মাথায় মুখ্যমন্ত্রী জানান, ৫ লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষের অ্যাকাউন্টে তাঁদের বাড়ি সরানোর টাকা, ২৩ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে তাঁদের শস্যের ক্ষতিপূরণের অর্থ দিয়ে দেওয়া হয়েছে। ২ লক্ষ পান চাষির হাতেও পৌঁছেছে তাঁদের ক্ষতিপূরণ। সব মিলিয়ে ১৪৪৪ কোটি টাকা আমরা রাজ্যের সাধারণ মানুষের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি।

যদিও এর পরও ত্রাণ বিলি থেকে শুরু করে পরিযায়ী ইস্যু, ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলা— সব নিয়েই বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে সরকারকে। সঙ্গে নানা অভিযোগে নাম জড়াচ্ছে দলীয় কর্মীদের। এই পর্বে দলনেত্রী হিসাবে আগামী ৫ জুন বিধায়কদের নিয়ে বৈঠকে বসার কথা মমতার। বিরোধীদের জবাব কোন পথে দিতে হবে, মনে করা হচ্ছে সেই তাই সেদিন বাতলে দেবেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here