কেউ উৎসব থেকে বঞ্চিত হবে না, ভোরবেলার টুইটে মহালয়া প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

0
87

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কোভিড পরিস্থিতিতে দেবী দুর্গতিনাশিনীর পুজো সম্ভব হবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু সেই উদ্বেগকে নিরসন করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যে কোনও পরিস্থিতিই হোক না কেন, পুজো হবেই। বৃহস্পতিবার ঠিক ঘড়ির কাঁটা মিলিয়ে ভোর ৪ টে নাগাদ ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী। পরিষ্কার জানিয়ে দিলেন, করোনা পরিস্থিতিতে কেউ দুর্গাপুজোর উৎসব থেকে বঞ্চিত হবে না।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

প্রসঙ্গত, সামনে এগিয়ে আসছে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে চলতি বছরের দুর্গাপুজো কোনও কারণে বাতিল ঘোষণা করা হলে যেমন ক্ষতি হত পুজো কমিটি থেকে শিল্পীদের, ঠিক তেমনই আটকে যেত বহু মানুষের রোজগারও। কিন্তু পুজোর আগে রাজ্যবাসীর হাসিমুখ কেড়ে নিতে চাননি মুখ্যমন্ত্রী।

তাই তাঁর নির্দেশিত গ্লোবাল অ্যাডভেন্চারই কমিটির সঙ্গে বৈঠক করে খোলামেলা মন্ডপের বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি। এমনকি করোনা বিধি মেনে যাতে রাজ্যের সমস্ত পুজো কমিটি দুর্গাপুজো করে, তার জন্য পুলিশ সুপার থেকে পুলিশ কমিশনার এমনকি শীর্ষ পুলিশকর্তাদের নির্দেশ দিয়েছেন।

এবার টুইটে মহালয়ার পবিত্র তিথিতে সকলকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখলেন, ‘কোভিড পরিস্থিতিতে অনেক সতর্কতার সঙ্গে আমাদের উৎসব পালন করতে হচ্ছে। তবে করোনা যেন দুর্গাপুজোর উৎসাহকে দমিয়ে দিতে না পারে। আমি মহালয়ায় প্রতিশ্রুতি নিচ্ছি যে, এই মহামারীর আবহ শেষ করে প্রতিটি ঘরে উৎসবের আলো জ্বালাবো। কেউ দুর্গাপুজোর উৎসব থেকে বঞ্চিত হবেন না।’

আরও পড়ুনঃ দুর্গাপুজো নিয়ে রাজ্যের সমস্ত পুলিশকর্তাদের জরুরি নির্দেশ জারি নবান্নের!

একইসঙ্গে এদিনের টুইটে তিনি আরও বলেছেন, ‘যাঁদের সহায়তার প্রয়োজন, যাঁরা দুঃস্থ, তাঁদের প্রত্যেকের পাশে দাঁড়াতে সকলে এগিয়ে আসুন।’এদিন সকালে টুইট করে রাজ্যবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকরও। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে টুইটে তিনি লিখেছেন, ‘এই পবিত্র দিনে চলুন আমরা সকলে মিলে প্রার্থনা করি যাতে বিশ্ব থেকে মহামারী দূর হয়। শত্রুর শক্তি বিনষ্ট হয়। নতুন আশার আলোয় আরও ঊজ্জ্বল হয়ে উঠুক বাংলা।’

আরও পড়ুনঃ ২১ সেপ্টেম্বর থেকে খুলবে না পশ্চিমবঙ্গের আইসিএসই স্কুলগুলি

মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে তারপর শাসকদলের একাধিক নেতা মন্ত্রী একইভাবে অশুভ শক্তির বিনাশ আহ্বান করে হ্যাশট্যাগ #মহালয়া প্রতিশ্রুতি নিতে শুরু করেছেন। প্রতিশ্রুতি নিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডাঃ শশী পাঁজা, জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ইন্দ্রনীল সেন প্রমুখ।

মহালয়া প্রতিশ্রুতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়েছেন বিধায়ক রথিন ঘোষ, যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, বিধায়ক নমিতা সাহা, রত্না ঘোষ কর, বিধায়ক ডাঃ রমেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।

অরূপ বিশ্বাস বললেন, “ধর্মের নামে যারা রাজনীতি করে তারা অশুভ শক্তি। সেই শক্তির নাশ হবেই ।” এক সুরে ববি হাকিমও বলেন, “যে শক্তি ভেদাভেদ করে সেই শক্তি অশুভ। বিধানসভা নির্বাচনে সেই শক্তির নাশ হবেই।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here