করোনা যুদ্ধে প্রাণ হারালেন ৯৯ চিকিৎসক, লাল সংকেত জারি করল আইএমএ

0
169

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে নেমেছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এখনও পর্যন্ত এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৯৯ জন চিকিৎসক। বুধবার এই তথ্য জানিয়ে করোনা চিকিৎসায় নিযুক্ত চিকিৎসক ও স্বাস্থ্য নিয়ন্ত্রকদের উদ্দেশে সাবধানতা অবলম্বনের পরামর্শের পাশাপাশি লাল সতর্কতা জারি করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন(আইএমএ)।

Covid warriors | newsfront.co
প্রতীকী চিত্র

আইএমএ জাতীয় কোভিড পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ১ হাজার ৩০২ জন চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, যাঁদের মধ্যে ৯৯ জনের মৃত্যু হয়েছে। নিহত চিকিৎসকদের ৭৩ জনের বয়স ছিল ৫০ বছরের বেশি এবং ১৯ জনের বয়স ছিল ৩৫-৫০ বছরের মধ্যে। আর বাকি সাত জন নিহত চিকিৎসক ৩৫ বছরের কমবয়েসি ছিলেন। এই সচল চিকিৎসকদের মৃত্যুতে শোকাহত গোটা চিকিৎসা মহল।

আরও পড়ুনঃ স্কুলের প্রাত্যহিক ডিজিটাল ক্লাসের সময়সীমা বেঁধে দিল কেন্দ্র

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যে সকল চিকিৎসকের, তাঁদের মধ্যে অধিকাংশই জেনারেল প্র্যাকটিশনার। চিকিৎসকদের মাথার উপর থেকে প্রাণহানির এই আশঙ্কা দূর করতে সব রকম সাবধানতা অবলম্বন করার জন্য আবেদন জানিয়েছে আইএমএ। এর জন্য হাসপাতালে প্রয়োজনীয় সুরক্ষা পরিকাঠামো বজায় রাখা, সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থা রাখার পরামর্শও দিয়েছে সংগঠন।

আরও পড়ুনঃ দিল্লি থেকে গুয়াহাটি হয়ে কলকাতা পর্যন্ত অবাধ ভ্রমণ করোনা আক্রান্ত বিমানযাত্রীর

চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় কোনও রকম ফাঁক যাতে না থাকে, সে বিষয়ে কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলেও জানিয়েছে আইএমএ। সেই সঙ্গে নিয়মিত ভাবে তাঁদের প্রতিক্রিয়া জানার সুপারিশও করা হয়েছে।

আইএমএ-র সর্বভারতীয় সভাপতি চিকিৎসক রাজন শর্মা জানিয়েছেন, করোনা মহামারীর বিরুদ্ধে যুদ্ধে আশার আলো দেখান চিকিৎসকরা, কিন্তু সংক্রমণে তাঁদের মৃত্যু গভীর উদ্বেগ ছড়ায়। তিনি বলেন, চিকিৎসকদের স্বাস্থ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন পেশায় নিয়োজিত অভিজ্ঞরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here