নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
এত দিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা রাজ্যের একমাত্র শিল্প বিহীন জেলা হিসেবে ছিল। বিধানসভা নির্বাচনের আগে। দক্ষিণ দিনাজপুর জেলাকে হবিগঞ্জ জেলার তকমা হটানোর জন্য উদ্যোগী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের রাই নগর এলাকায় নতুন শিল্প পার্ক স্থাপনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গেছে রাই নগর এলাকার ৬.৫ একর এলাকা জুড়ে তৈরি হবে এই নতুন শিল্প পার্ক।
রাজ্যের ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের উদ্যোগে তৈরি হতে চলা এই শিল্প পার্কটি আজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকের এই নতুন শিল্প পার্ক স্থাপনের ঘোষণা মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলা শাসক জিতেন যাদব, ম্যাকিনটোশ বার্ন কোম্পানির চেয়ারম্যান শংকর চক্রবর্তী সহ অন্যান্যরা। জানা গেছে ইন্ডাস্ট্রিয়াল পার্কে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ৯ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
পাশাপাশি সরকারি এবং বেসরকারি বিনিয়োগ মিলিয়ে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট ৫০ কোটি টাকার মতো বিনিয়োগ হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্কে জেলার ৬০ হাজার যুবক যুবতীর কর্মসংস্থান হবে বলে জানা গেছে। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে জেলার জেলাশাসক নিখিল নির্মল বলেন যে,”আজ ভার্চুয়াল মাধ্যমে কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের জেলার প্রস্তাবিত ইন্ডাস্ট্রিয়াল পার্কের সরকারিভাবে ঘোষণা করলেন।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় ভেঙে পড়া সেতু পুনর্নির্মাণের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ
ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ৯ কোটি টাকা বিনিয়োগ করা হবে। সরকারি এবং বেসরকারি বিনিয়োগ মিলিয়ে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট ৫০ কোটি টাকার মতো বিনিয়োগ হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্কটিতে প্রায় জেলার ৬০ হাজার যুবক যুবতীর কর্মসংস্থান হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584