মঙ্গলবার কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী, আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এমজেএন মেডিকেল কলেজের

0
90

মনিরুল হক, কোচবিহারঃ

আগামীকাল কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হেলিকপ্টারে এসে কোচবিহার বিমান বন্দরে নামবেন। সেখানেই তিনি দলের স্থানীয় নেতা বিধায়ক ও মন্ত্রীদের সাথে প্রাথমিক বৈঠক সারবেন। এরপরেই তিনি কোচবিহার পিলখানা এলাকায় গিয়ে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের নব নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

medical college | newsfront.co
নিজস্ব চিত্র

সেখান থেকে কোচবিহার শিব যোগ্য মন্দিরে গিয়ে পুজাে দেবেন বলে জানা গিয়েছে। আগামীকাল কোচবিহার সার্কিট হাউজে রাত যাপন করে পরের দিন কোচবিহার রাসমেলা ময়দানে দলের কর্মী সভায় যোগ দেবেন বলে জানাযায়।

আরও পড়ুনঃ ফি বাকি থাকায় ৫০০ পড়ুয়াকে অনলাইন ক্লাস থেকে বাদ দিল জি ডি বিড়লা

officer | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ১ জানুয়ারি থেকে ৩ শতাংশ ডিএ সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি জারি

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে ঘিরে কোচবিহারে প্রশাসনিক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহল, সর্বত্র চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা যায়। এদিন পিলখানা এলাকায় মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে দাঁড়িয়ে কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিং জানান, “আগামীকাল মুখ্যমন্ত্রী কোচবিহারে এসেই এই মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করবেন।

তার জন্য বিভিন্ন দফতর চূড়ান্ত পর্যায়ের কাজ করে চলেছে। পুরসভার পক্ষ থেকেও বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে। যাতে কোথাও কোন ত্রুটি না থাকে। এই জন্য নিজে দাঁড়িয়ে সমস্ত কাজের তদারকি করছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here