নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শুক্রবার বিকেলে ভোটের নির্ঘন্ট ঘোষণা করে নির্বাচন কমিশন, বাংলায় ভোট হবে ৮ দফায়। রাজ্যে ৮ দফায় নির্বাচন ঘোষণা করায় প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী তাঁর কালীঘাটের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে এদিন সন্ধ্যায় তিনি বলেন, “আসাম, তামিলনাড়ুতে ভোট হচ্ছে ১ দফায়।
আর বাংলায় ৮ দফায়। কোনও কোনও জেলায় তো আবার একাধিক দিনে ভোট রয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় আমাদের শক্তি বেশি। তাই ওখানে ৩ দফায় ভোট? কেন একটি জেলার ভোট একাধিক পর্বে হবে? নির্বাচনের দিন কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহের কথায় তৈরি হয়েছে? বিজেপির তালিকা দেখেছি, সেই তালিকায় পড়ে শুনিয়েছে কমিশন।“
মমতার প্রশ্ন, “কমিশন যদি যুক্তিপূর্ণভাবে সব দিক বিচার না করে ভোট করায় তবে মানুষ বিচারের জন্য কোথায় যাবেন?”এরপরই সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “খেলতে চাইছেন তো? এবার খেলা হবে। ৮ দফায় খেলা হবে। হারিয়ে ভূত করে দেব। আমরা তৃণমূলস্তরের লোক। আমরা খেলা জানি।“ অভিযোগ জানিয়ে মমতা বলেন, “আমি বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আমাকে হারাতে গোটা কেন্দ্রীয় সরকার মেনে পড়েছে।“
আরও পড়ুনঃ বালুরঘাটে বড় খেলার হুঁশিয়ারি রাজনাথের
বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “বিজেপি আপনারা বাংলা ভাঙছেন, দেশ ভাঙছেন। কিন্তু জেনে রাখুন, বাংলাটাকে আমি খুব ভাল চিনি। বাংলার বর্ডার টু বর্ডার, জেলা টু জেলা চিনি। আপনারা যায় চক্রান্ত করুন, আমি তা ভেঙে দেব। বহিরাগতরা গুন্ডারা নয়, বাংলার মানুষই বাংলা শাসন করবে।“নির্বাচন কমিশনের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এদিন আর্জি জানিয়েছেন। তিনি আবেদন করেন যাতে মোদী-শাহের চোখ দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা না হয়।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আসাম ও পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলিতে ১ দফায় ভোট গ্রহণ করা হবে। আসামের ১২৬ আসনে ভোটগ্রহণ হবে ৩ দফায়। কিন্তু পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে ভোট গ্রহণ করা হবে আট দফায়। ২৭ মার্চ শুরু হবে রাজ্যে ভোট গ্রহণ পর্ব। ৮ম তথা শেষ দফার ভোট গ্রহণ করা হবে ২৯ এপ্রিল। টানা ৩২ দিন ধরে রাজ্যে চলবে ভোটগ্রহণ পর্ব। বাকি রাজ্যগুলির সঙ্গে বাংলায় ভোট গণনা ২ মে।
আরও পড়ুনঃ টুইটারে শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী ৮ দফার ভোট নিয়ে ক্ষোভ প্রকাশ করে কার্যত চক্রান্তের অভিযোগ তুললেও কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, “নির্বাচনকে আমরা খেলা বলে মনে করি না। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ই তো ৭-৮ দফায় ভোটের দাবি করতেন। তাহলে এখন আপত্তি কোথায়?” মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি বাংলা সহ দেশজুড়ে বিভাজনের রাজনীতি করছে। পাল্টা শমীকের দাবি, “বিজেপি বিভাজন নয়, সমন্বয়ের রাজনীতি করে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584