ফেসবুক কম করে জেলাশাসককে এলাকায় ঘোরার পরামর্শ মুখ্যমন্ত্রীর

0
228

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে নরমে গরমে প্রশাসনিক কর্তাদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাজের প্রশংসা করার পাশাপাশি তাঁকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ডিএম ম্যাডাম ফেসবুক কম করে একটু ছোটাছুটি করলে অনেক কাজ করতে পারেন৷” সেই সঙ্গে নেতাদের উদ্দেশে তাঁর প্রশ্ন, তোমরা কি ঝগড়া করছ? না ঠিক আছ?

cm | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ডোম থেকে শুরু করে বৃহন্নলা, যৌনকর্মী কিংবা বেঁটে বামন, সকলের যেন রেশন কার্ড করে দেওয়া হয়৷ কেউ যাতে খাবার থেকে বঞ্চিত না হয়৷ তাঁদের স্বাস্থ্য ও শিক্ষার দিকেও নজর দিতে হবে।

people | newsfront.co
প্রশাসনিক বৈঠক আধিকারিকবৃন্দ। নিজস্ব চিত্র

এর পরই মুখ্যমন্ত্রীকে জানানো হয়, আগে রেশনকার্ডগুলি অন্তোর্দয় ছিল। সেখানে আরকেএসওয়াই ওয়ান এবং টু হয়ে যাওয়ায় অনেকেই ৩৫ কেজি খাদ্য শস্য পাচ্ছে না৷ দাঁতন ব্লকে আরকেএসওয়াই টু কার্ড পেয়েছিলেন ৩০ জন৷ তবে ডিএম ম্যাডামকে বলার সঙ্গে সঙ্গে তিনি তাঁদের খাদ্য শস্যের ব্যবস্থা করে দিয়েছেন৷

আরও পড়ুনঃ কোভিড পরবর্তী দ্বিতীয় প্রশাসনিক বৈঠকেও দরাজ মুখ্যমন্ত্রী

ওই কার্ডগুলোকে কী ভাবে ফের অন্তোর্দয়ে নিয়ে আসা যায় সেই দিকটিও বিবেচনা করে দেখার আবেদন জানানো হয়৷ এর পরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ডিএম ম্যাডাম তো নিজেও ডাক্তার। ডিএম ম্যাডাম একটু ফেসবুক কম করে ছোটাছুটি করলে অনেক কাজ করতে পারে। উনি ভালো কাজ করতে পারেন। ভালো করে এলাকায় ঘুরুন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here