নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
২০১৬ সালে বিধাসভা ভোটের প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়বাসীর কাছে জানতে চেয়েছিলেন তাদের চাহিদার কথা। সেদিন সমগ্র নারায়ণগড়বাসী জানিয়েছিল একটি সুপার স্পেশালিটি হাসপাতাল আর সরকারি ডিগ্রি কলেজ।
সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি নারায়ণগড়ে সূর্যকান্ত মিশ্রকে হারিয়ে প্রদ্যোৎ ঘোষকে জেতান তাহলে আমি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে প্রথম সভা করব নারায়ণগড়ে।
আর সেই কথা রেখে ২০১৬ সালের ১৩ই জুন নারায়ণগড়ের মকরামপুরে সভা মঞ্চ থেকে সেদিন একটি সরকারি ডিগ্রি কলেজের কথা ঘোষণা করেন। আর তার দেওয়া প্রতিশ্রুতি মতো নারায়ণগড় থানার ভদ্রকালীতে নবনির্মিত নতুন কলেজের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন খড়্গপুরের মিটিং স্থলে ভার্চুয়ালি এই কলেজের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিশ্রুতি পূরণে খুশি নারায়ণগড়বাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584