সুদীপ পাল,বর্ধমানঃ
জামালপুর,দেওয়ানদিঘি এবং রায়না পূর্ব বর্ধমানের তিনটি জায়গায় পরপর সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সভাস্থল থেকে তাঁর অন্যতম প্রধান প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি।বাম-কংগ্রেস-বিজেপি এক হয়ে লড়াই করছে মোদীকে ফের প্রধানমন্ত্রী বানাতে চাইছে বলে তিনি তাঁর বক্তব্য তুলে ধরেন।গত ৮ বছরে রাজ্য সরকার কী করেছে, প্রতিটি সভাতেই তার খতিয়ান দেন মমতা। চাষিদের পাশে দাঁড়িয়ে বর্তমান রাজ্য সরকারের কর্মসূচিগুলি তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার কথা তুলে ধরেন।দামোদর অববাহিকায় সেচের ব্যবস্থা, চাষের উন্নতির জন্য কি প্রকল্প নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কি প্রকল্প নেওয়া হবে সে বিষয়ে বিশদ আলোচনা করেন।
সাম্প্রদায়িক তথা মেরুকরণের রাজনীতির কথা তুলে বিজেপিকে আক্রমণ শানান তিনি।তিনি বলেন, বাংলার মানুষ বিভেদের কথা জানেনা কিন্তু বিজেপি ধর্মের নামে মেরুকরণ করে রাজনীতি করছে। তা বাংলার সংস্কৃতি নয়।সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাচ্ছে বিজেপি।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে এসে অধীরকে কটাক্ষ ফিরহাদের
বর্ধমান জেলার গ্রাম-শহর এবং শিল্পাঞ্চল এক সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল।বামেদের তিনি অনুরোধ করেন তাঁরা যেন বিজেপির কাছে বিক্রি না হয়ে যান।এদিন মুখ্যমন্ত্রীর সভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584