বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে বীরসিংহ গ্রাম সফরে মুখ্যমন্ত্রী

0
82

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

আগামী ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিন। আর এই জন্মদিনে বিদ্যাসাগরের জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে এই প্রথম আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে বীরসিংহ গ্রামের সভাস্থল ঘুরে দেখলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কোমল।

tour of CM at birsingha village | newsfront.co
ফাইল চিত্র

এ ব্যাপারে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই বলেন, ‘আগামী ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনকে সামনে রেখে এই গ্রামে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রথম তিনি এই গ্রামে আসছেন।

আরও পড়ুনঃ কামাখ্যাগুড়িতে আদিবাসী ছাত্রীবাস ভবনের শুভ দ্বারোদঘাটন

আজ জেলাশাসক, শিক্ষা বিভাগের সম্পাদক ও অন্যান্য আধিকারিকরা এসেছেন অনুষ্ঠান নিয়ে মত বিনিময় করার জন্য। প্রাথমিক আলোচনা করা হয়েছে। তবে এখনও বাকি আছে। আর এই অনুষ্ঠানের সূচনা হবে ২৬ সেপ্টেম্বর ২০১৯ এবং সমাপ্তি হবে ২০২০ সালে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here