দু’বছর পূর্বের ধান বিক্রির টাকা না পেয়ে অনশনের পথে

0
56

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট

Do not get money for two years after that hunger strike
নিজস্ব চিত্র

দুই বছর আগে ধান বিক্রয়ের টাকা না মেলায় অনশন করার সিদ্ধান্ত কৃষকদের।২০১৭ সালের ২৭ জানুয়ারিতে বিক্রয় করা ধানের টাকা আজও পাননি  বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের কৃষকরা। গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত  কৃষকরা স্থানীয় বনমালীপুর এবং গাঙ্গুরিয়া সমবায় সমিতিতে ধান বিক্রয় করেন সরকারি ১৪৭০ টাকা কুইন্ট্যাল দরে। স্থানীয় কৃষকদের স্লিপ দেওয়া হয় টাকার। কিন্তু আজ দুবছর হতে চললেও টাকা মেলেনি ওই ধান বিক্রয়ের।পরে খাদ্য সুরক্ষা দফতর সহ সকলের কাছে লিখিতভাবে জানান কৃষকরা।কিন্তু তার পরেও মেলেনি প্রাপ্ত টাকা।এবার ওই টাকার দাবীতেই অনশনের সিদ্ধান্ত নেয় গাঙ্গুরিয়ার বেশ কিছু কৃষক।
কৃষক ফিরোজ খান বলেন,এলাকার বহু কৃষক ধান বিক্রয়ের টাকা পাননি।আজ দেবে কাল দেবে বলে শুধু ঘুরিয়েছে সকলে। বহু টাকা অপচয় হয়েছে এইভাবে ঘুরতে ঘুরতে।আগামী ৩১ ডিসেম্বর ২০১৮ থেকে পরিবার নিয়ে অনশনে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: ভবঘুরে আবাসিকদের হোমে আসন সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here