শ্যামল রায়,পূর্বস্থলীঃ

সময়টা ১৮১৮ সালের মে মাস।এক বাঙালি সম্পাদকের সম্পাদনায় প্রকাশিত হয় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ‘বাংলা গেজেট’।এই সংবাদপত্রটি প্রকাশ করেছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য।পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার বহড়া গ্রামের ছাপাখানার ডাঙ্গা থেকে এই পত্রিকা প্রকাশিত হয়।গঙ্গাকিশোর ভট্টাচার্য ছিলেন বাংলার প্রথম পেশাদার সাংবাদিক,মুদ্রাকর ও প্রকাশক।


প্রতিবছর ১৫ মে গঙ্গা কিশোর স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত সংবাদপত্র দিবস হিসাবে পালন করে আসছে।জানা গিয়েছে যে ১৮১৮সালের ১৫ ই মে প্রথম বাঙ্গাল গেজেট নামে একটি সংবাদপত্র নিজের ছাপাখানা থেকে গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রকাশ করেছিলেন এটিই বাঙালি সাংবাদিকের সম্পাদনায় প্রথম সংবাদপত্র বলে দাবি করে।
আরও পড়ুনঃ মাতৃ দিবস উপলক্ষ্যে চক্ষু পরিক্ষা ও থ্যালাসেমিয়া সচেতনতা শিবির

গঙ্গাকিশোর ভট্টাচার্যের জন্ম মৃত্যু নিয়ে সঠিক কোন তারিখ জানা না গেলেও এই প্রতিবছর ১৫ মে গঙ্গাকিশোর ভট্টাচার্য স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত সংবাদপত্র দিবস হিসেবে পালন করে আসছে।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মৃতি রক্ষা কমিটির কর্ণধার কাশীনাথ বিশ্বাস, হীরা শেখ, চন্দন দাস, ধারকানাথ দাস,মিতা সরকার, অঞ্জন চক্রবর্তী সহ অনেকে।
সরকারের তরফ থেকে গঙ্গাকিশোর ভট্টাচার্যের একটি স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে কয়েক বছর আগে এছাড়া স্থানীয়দের দাবি বাংলা সংবাদপত্রের অন্যতম জনক গঙ্গাকিশোর ভট্টাচার্যের বসতভিটে সরকার অধিগ্রহণ করুক।
একাধিক জমি বেদখল হয়ে যাচ্ছে তাই সরকার সংরক্ষণ করুক এই দাবি তোলেন স্থানীয় বাসিন্দাদের।
যথাযোগ্য মর্যাদার সাথে পূর্ব বর্ধমান জেলায় সংবাদপত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে এই দিনটি।তাই পূর্বস্থলীর বহরা গ্রামেও গঙ্গাকিশোর ভট্টাচার্যের জন্মদিন পালিত হলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584