শুভম বন্দ্যোপাধ্যায় কলকাতাঃ
যে হারে করোনা মহামারী চেহারা নিচ্ছে তাতে করোনা রোগীদের সংস্পর্শে আসা লক্ষ লক্ষ মানুষের কোয়ারেন্টাইনের দায়িত্ব নিতে পারবে না সরকার। কারণ সরকারের একটা লিমিট আছে। প্রয়োজন হলে বাড়িতে রেখে অর্থাৎ হোম কোয়ারেন্টাইন করে নজরদারিতে চিকিৎসা চলবে। সোমবার নবান্নে এ কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাড়িতে থাকলে যদি সংক্রমণ ছড়ায়, তার দায়িত্ব কে নেবে সে প্রশ্ন উঠেছে।
সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যাদের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার জায়গা রয়েছে, তারা চাইলে হোম কোয়ারেন্টাইনে থেকেও চিকিৎসা করতে পারেন। এক্ষেত্রে প্রশাসনকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে তাকে তুলে আনতে হবে না। প্রয়োজনে ফোনে চিকিৎসকের পরামর্শ পেতে পারবেন।
মুখ্যমন্ত্রীর দাবি, ‘মানুষ নিজের বাড়িতে থাকলে অনেক ভাল থাকে। একটা হসপিটালে গেলে বরং অনেক রকম রোগী আসে, মানে অনেক রকম পবলেম থাকে। কিন্তু ঘরটা কিন্তু নিজের মতো করে করা যায়। যদি কেউ মনে করে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আরও সুন্দর করে রাখব শুধু নিজের জন্য। আমি কারোর সথে মিশব না। আমি আমার মতো থাকব।
তাহলে মনে রাখবেন হোম কোয়ারেন্টাইনটা সব থেকে মডেল কোয়ারেন্টাইন। সারা পৃথিবীতে অনেক জায়গায় এটা কিন্তু চালু হয়ে গিয়েছে। ইভেন যারা পজিটিভ কেস, সিম্পটমস নেই, তারা কিন্তু বাড়িতেই থাকছে।‘ অর্থাৎ যারা কোয়ারেন্টাইনে যেতে চান না তারা বাড়িতে থাকতে চাইলে রাজ্য সরকার আপত্তি করবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কিন্তু করোনার মতো মহামারীর সংক্রমণে বাড়িতে থাকা কি নিরাপদ? করোনা সংক্রমিত রোগী হন বা তার সংস্পর্শে আসা প্রতিবেশী, বাড়িতে থাকলে আচমকা শারীরিক অবস্থার অবনতি হতে পারে। তাছাড়া হাসপাতালে আইসোলেশন বা কোয়ারেন্টাইনে থাকলে চিকিৎসকের নজরদারিতে নিয়মিত চিকিৎসা এবং করোনা টেস্টের সুযোগ থাকে। কিন্তু কেউ কোয়ারেন্টাইনে যেতে না চাইলে তিনি উপসর্গবিহীন সংক্রমিত হলেও তার সামনে আসবে না এবং তিনি আরও অনেকে সংক্রমিত করে ফেলতে পারেন। সেই কারণেই মুখ্যমন্ত্রীর এই দাবি চিকিৎসা গত ভাবে কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে চিকিৎসক মহলের একাংশের মধ্যেই।
রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরিতে রাজ্য সরকারের অপারগতা ঢাকতে গিয়ে উল্টে রাজ্যবাসীকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন না তো, এমনই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
যদিও রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ কর্তাদের দাবি, মুখ্যমন্ত্রী সবরকম পথ খোলা রাখতে চাইছেন। অনেক সময়ে হাসপাতালের মতো কোয়ারেন্টাইন সেন্টারে যেতে অনেকের আপত্তি থাকে। অনেকে ভাবেন তিনি সুস্থই আছেন, কোয়ারেন্টাইন সেন্টারে গেলে সংক্রামিত হয়ে যাবেন। সে ক্ষেত্রে বাড়িতে নজরদারি করে মানুষকে রাখা যেতে পারে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেস বা তার সংস্পর্শে আসা লোকজনকে অবশ্যই কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে।
অবশ্য মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতর থেকে নির্দেশিকা প্রকাশ করা হয়। যে নির্দেশিকায় বলা হয়েছে, করোনা আক্রান্ত নয়, হোম কোয়ারেন্টাইনে থাকতে পারবেন শুধুমাত্র করোনা আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584