মানবিক না হলে বাতিল হতে পারে হাসপাতালের লাইসেন্স, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

0
47

সুদীপ পাল, বর্ধমানঃ

স্বাস্থ্যসাথী প্রকল্পের রোগীদের হাসপাতাল থেকে ফিরিয়ে দিলে সেই সব হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Durgapur meeting | newsfront.co
দুর্গাপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র

দুর্গাপুরের প্রশাসনিক সভা থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে মানবিক হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ একই সাথে তাঁর সাফ কথা, কড়া ব্যবস্থা মানে প্রয়োজনে হাসপাতালের লাইসেন্সও বাতিল করা হতে পারে।

আরও পড়ুনঃ দেশের ‘কালাকানুন’এর বিরোধিতায় মিছিলে সামিল সারা বাংলা গ্রামীণ চিকিৎসকরা

তিনি বলেন, স্বাস্থ্যসাথী কার্ড দেখে হাসপাতাল থেকে ফিরিয়ে দিলে থানার আইসির কাছে একটা ডায়েরী করতে হবে। থানার আইসি সেই তথ্য জেলাশাসককে দেবেন বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রী এদিন ক্ষোভের সাথে বলেন, স্বাস্থ্যসাথী প্রকল্প আছে মানে তাকে দয়া করে পরিষেবা দেওয়া হচ্ছে এমনটা নয়। সরকারের পক্ষ থেকে হাসপাতালগুলিকে টাকা দেওয়া হয়, ইনসিওরেন্স কভারেজ থাকে। তাহলে তারপরেও কেন হাসপাতালগুলির বিরুদ্ধে এরকম অভিযোগ উঠবে সে নিয়ে তিনি প্রশ্ন করেন।

উল্লেখ্য, দুর্গাপুরের বেশ কয়েকটি নার্সিংহোমের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল যে, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত রোগীরা সঠিক পরিষেবা পান না। মুখ্যমন্ত্রী হাসপাতালগুলিকে মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here