মালদা – মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ধূলা, আবর্জনা দেখে ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরপরই নড়েচড়ে বসে পুরসভা ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে সাফাই অভিযান। বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতাল চত্বরে প্রথমে জল দিয়ে পরিস্কার করা হয়। পরে ঝাড়ু মেরে পরিস্কারের কাজ শুরু করে পুরসভার কর্মীরা। এদিন কাজের তদারকি করেন, জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, ইংরেজ বাজার পুরসভার পুরপ্রধান নিহার রঞ্জন ঘোষ, মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অমিত দাঁ সহ অন্যান্যরা। জেলা শাসক ও পুরপ্রধান জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিদিন চলবে সাফাইএর কাজ। এদিন সকালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর পরিদর্শন করার সময় জেলা শাসকের নজরে পরে ঘুমিয়ে থাকা ওই ভবঘুরেকে। মেডিকেল কলেজের বহির বিভাগ ভবনের পেছনে টিনের চালার নিচে অসহায় অবস্থায় পরেছিলো ওই ভবঘুরে। তার নাম ঠিকানা জানা যায়নি। এরপর জেলাশাসক নির্দেশ দেন তার চিকিৎসার ব্যাবস্থা করার জন্য। নির্দেশ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যাবস্থা করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584